প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৪ জানুয়ারি, ২০২২

ভারতে রেকর্ড আড়াই লাখ করোনা শনাক্ত

ভারতে করোনাভাইরাসের ওমিক্রন ঢেউয়ে দৈনিক আক্রান্তের সংখ্যা আড়াই লাখে পৌঁছেছে। গতকাল বৃহস্পতিবার দেশটিতে যোগ হয়েছে ২ লাখ ৪৭ হাজারের বেশি নতুন রোগী, যা আগের দিনের চেয়ে ২৭ শতাংশ বেশি। ভারতে এখন পর্যন্ত ৩ কোটি ৬০ লাখ মানুষের করোনা শনাক্ত হয়েছে। মোট মারা গেছেন ৪ লাখ ৮৫ হাজার ৩৫ জন। খবর এনডিটিভির।

ভারত সরকারের তথ্য অনুযায়ী, দেশটিতে গতকাল বৃহস্পতিবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ২ লাখ ৪৭ হাজার ৪১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে দেশটিতে করোনায় ৩৮০ জনের মৃত্যু হয়েছে।

ভারতে করোনার চলমান ঢেউয়ে এক দিনে সর্বোচ্চসংখ্যক করোনা রোগী শনাক্তের ঘটনা ঘটল সর্বশেষ ২৪ ঘণ্টায়। আগের দিন ভারতে ১ লাখ ৯৪ হাজার ৭২০ জনের করোনা শনাক্ত হয়। তার আগের দিন শনাক্ত হয় ১ লাখ ৬৮ হাজার করোনা রোগী। এর মধ্যে দেশটিতে ৫ হাজার ৪৮৮ জনের করোনার অতিসংক্রামক ধরন শনাক্ত হয়েছে।

ভারতে এখন দৈনিক নমুনা পরীক্ষার বিপরীতে করোনা শনাক্ত ১৩ দশমিক ১১ শতাংশ। অপর দিকে সাপ্তাহিক হিসাবে করোনা শনাক্ত ১০ দশমিক ৮০ শতাংশ।

ভারতের ২৮ রাজ্যে করোনার ওমিক্রন ধরন শনাক্ত হয়েছে। করোনায় ভারতের সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্য মহারাষ্ট্র। রাজ্যটিতে সর্বশেষ ২৪ ঘণ্টায় ৪৬ হাজার ৭২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। আগের দিনের চেয়ে রাজ্যটিতে ২৭ শতাংশের বেশি করোনা শনাক্ত হয়েছে। মহারাষ্ট্রে এখন পর্যন্ত ৭০ লাখের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। রাজ্যটিতে সর্বোচ্চ ১ হাজার ৩৬৭ জনের ওমিক্রন শনাক্ত হয়েছে।

দিল্লিতে সর্বশেষ ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৫৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। ভারতের করোনা পরিস্থিতি নিয়ে আজ রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভারতে সক্রিয় রোগী মোট সংক্রমণের ৩.০৮ শতাংশ। কমে গেছে সুস্থ হয়ে ওঠার হারও। বর্তমানে তা দাঁড়িয়েছে ৯৫.৫৯ শতাংশে। দেশটিতে মোট টিকা প্রদানের পরিমাণ দাঁড়িয়েছে ?৫৪ কোটি ৬১ লাখ ডোজে।

সম্প্রতি ভারত সরকারের এক শীর্ষ বিজ্ঞানী সতর্ক করে বলেছেন, করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট প্রায় অপ্রতিরোধ্য এবং এতে পর্যায়ক্রমে সবাই আক্রান্ত হবে। সম্প্রচারমাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, টিকার বুস্টার ডোজও এই ভ্যারিয়েন্টের দ্রুত বিস্তার ঠেকাতে পারবে না।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close