আদালত প্রতিবেদক

  ১১ অক্টোবর, ২০১৯

হাইকোর্টের এজলাসে বসল বঙ্গবন্ধুর ছবি

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের এজলাসের কক্ষগুলোতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি টানানো শুরু হয়েছে। হাইকোর্ট সূত্রে জানা যায়, হাইকোর্টের রায় বাস্তবায়নের অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার বিচারপতি তারিক উল হাকিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ, বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ, বিচারপতি শেখ হাসান আরিফের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চের এজলাস কক্ষে বঙ্গবন্ধুর ছবি টানানো হয়। দুপুরে বিচারপতি শেখ হাসান আরিফ নিজে উপস্থিত থেকে তার এজলাস কক্ষে বঙ্গবন্ধুর ছবি টানানো পর্যবেক্ষণ করেন।

১ অক্টোবর আপিল বিভাগে প্রধান বিচারপতির এজলাস কক্ষে বঙ্গবন্ধুর ছবি টানানো হয়। এর আগে হাইকোর্টের একটি বেঞ্চ দেশের সব আদালতে দুই মাসের মধ্যে জাতির পিতার ছবি টানানো ও সংরক্ষণের নির্দেশ দেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close