নিজস্ব প্রতিবেদক

  ১১ জুলাই, ২০১৮

মেট্রোরেল : আজ গ্যাস সরবরাহ বন্ধ থাকবে মিরপুরে

মেট্রোরেলের নির্মাণকাজের জন্য মিরপুর ও আশপাশের এলাকায় আজ বুধবার গ্যাস থাকবে না বলে ঘোষণা দিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। এসব এলাকায় সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সব ধরনের গ্যাস সংযোগ বন্ধ থাকবে বলে কোম্পানির পরিচালন বিভাগের পরিচালক আশরাফ আলী জানিয়েছেন। তিনি বলেন, মেট্রোরেল নির্মাণ কাজের কারণে এখনো কয়েকটি এলাকায় সংযোগ প্রতিস্থাপন বা টাই ইন কাজের বাকি আছে। সেগুলো করা হবে বুধবার। সে কারণে মিরপুর ১, ২, ৬, ৭, ১০, ১১ ও ১২-এর রাস্তার উভয় পাশে, ইস্টার্ন হাউজিং, রূপনগর, আরামবাগ, আলুবদি, মিরপুর ক্যান্টনমেন্ট, ডিওএইচএস ও এর আশপাশের এলাকায় আবাসিক বাণিজ্যিক, শিল্প ও সিএনজি গ্রাহকদের গ্যাস সংযোগ বন্ধ থাকবে। মিরপুর ১২ নম্বর থেকে আগারগাঁও পর্যন্ত এলাকায় রোকেয়া সরণিতে দ্রুত গতিতে এগিয়ে চলছে মেট্রোরেল নির্মাণকাজ। ইতোমধ্যেই এই সড়কের বিভিন্ন স্থানে পিলার দৃশ্যমান হয়েছে। মেট্রোরেল নির্মাণের কারণে গত বছরেও বেশ কয়েক দফায় মিরপুর এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রেখেছিল তিতাস।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist