নিজস্ব প্রতিবেদক

  ২০ ফেব্রুয়ারি, ২০১৮

ন্যূনতম আইনি সুবিধাও খালেদা পাচ্ছেন না : ফখরুল

বন্দি খালেদা জিয়া প্রাপ্য সুবিধার চেয়ে বেশি পাচ্ছেন বলে আওয়ামী লীগ নেতারা বলে এলেও তার বিপরীত বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিএনপি চেয়ারপারসন আইনের ‘ন্যূনতম সুযোগ-সুবিধা’ও পাচ্ছেন না। গতকাল সোমবার সকালে ঢাকায় এক মানববন্ধন কর্মসূচিতে ফখরুল বলেন, পাঁচ দিনের মধ্যে বিচারের রায়ের কপি দেওয়ার কথা, সেটা এখন পর্যন্ত তারা দেয়নি। তাকে একটি নির্জন কারাগারে অন্ধ প্রকোষ্ঠে রাখা হয়েছে, যা কোনোমতেই এই স্বাধীন দেশের আইনের মধ্যে পড়ে না। সরকার দেশনেত্রীকে অন্যায়ভাবে সাজা দেওয়ার পর এখন আইনের ন্যূনতম যে সুযোগ-সুবিধা আছে, সেগুলোও পালন করছে না।

জিয়া এতিমখানা দুর্নীতি মামলায় আদালত খালেদা জিয়াকে সাজা দেওয়ার পর নাজিমুদ্দিন সড়কের পুরনো কারাগারে বন্দি রয়েছেন তিনি।

ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কারাগারে ‘ডিভিশন’ পাওয়ার পাশাপাশি নিজের গৃহকর্মীকেও সঙ্গে রেখেছেন খালেদা জিয়া, যে সুবিধা কখনো কেউ পায়নি। তিনি বলেছেন, বিএনপি রায়ের অনুলিপি বিচারকের কাছে চাইতেই দেরি করেছে।

খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের মানববন্ধনে বক্তব্যে ফখরুল সরকারের সমালোচনা করেন। নেত্রীর মুক্তির আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দেশ এবং খালেদা জিয়া, গণতন্ত্র এবং খালেদা জিয়াÑএই দুটি আজ একাকার হয়ে গেছে। তাই দেশনেত্রীকে আমাদের সব শক্তি দিয়ে, জনগণের শক্তি দিয়ে মুক্ত করে আনতে হবে। আসুন তার মুক্তির দাবিতে আমরা সোচ্চার হই।’

মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের পরিচালনায় মানববন্ধনে মহিলা দলের রাশেদা বেগম হীরা, হেলেন জেরিন খান, নিলোফার চৌধুরী মনি, শাম্মী আখতার, হালিমা নেওয়াজ আরলী, ইয়াসমীন আরা হক, আমেনা খাতুন, শামসুন্নাহার ভূঁইয়া বক্তব্য দেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist