মুন্সীগঞ্জ প্রতিনিধি

  ২১ জানুয়ারি, ২০১৮

এ বছরই পদ্মা সেতুর কাজ শেষ হবে : সেতুমন্ত্রী

পদ্মা সেতুর মূল কাজের অগ্রগতি হয়েছে ৫৬ শতাংশ এবং সেতুর সার্বিক কাজের অগ্রগতি হয়েছে ৫১.৫ শতাংশ। যথাসময়ে সেতুর কাজ শেষ হবে বলে জানান সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ২০১৮ সালের ডিসেম্বরের মধ্যে পদ্মা সেতুর কাজ শেষ হবে। ২০১৫ সালের ১২ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর নির্মাণকাজের উদ্বোধন করেন। গতকাল শনিবার দুপুরে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া এলাকায় পদ্মা সেতুর কনসট্রাকশন এলাকা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

বিশাল একটি স্প্যান পিলারে বসানোর যাওয়ার জন্য গত শুক্রবার সকালে ভাসমান ক্রেনের ওপর রাখা হয়। তিন হাজার ৬০০ টন ধারণক্ষমতার তিয়ান উই ক্রেনে ১৫০ মিটার দৈর্ঘ্য ও তিন হাজার ১৪০ টন ওজনের স্প্যানটি রাখা হয়েছে। গেল বছরের ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর পিলারের ওপর প্রথম স্প্যান বসানোর পর চোখের সামনে মাথা তুলে দাঁড়ায় পদ্মা সেতু। ৩৮ ও ৩৯ নম্বর পিলারের ওপর দ্বিতীয় স্প্যান বসাতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

পদ্মা সেতুর প্রকৌশল বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, জাজিরা প্রান্তের ৩৮ ও ৩৯ নম্বর পিলারের ওপর বসানোর জন্য সাতটি স্প্যান এখন রওনা হওয়ার জন্য প্রস্তুত। গতকাল শনিবার মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে এটি পদ্মা সেতুর জাজিরা প্রান্তের উদ্দেশে রওনা দেয়। গন্তব্যে পৌঁছাতে স্প্যানটির তিন দিন সময় লাগবে। আশা করা যায়, আগামী মঙ্গলবার পিলারের বিয়ারিংয়ের ওপর স্প্যানটি বসানো যাবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist