বিনোদন প্রতিবেদক

  ২৮ ফেব্রুয়ারি, ২০২০

ফেরদৌস আরার ‘সুরসপ্তক’-এর ২০ বছর

নজরুল সংগীতশিল্পী ফেরদৌস আরার সংগীতবিষয়ক শিক্ষাপ্রতিষ্ঠান ‘সুরসপ্তক’-এর ২০ বছর পূর্ণ করতে যাচ্ছে। আগামী ১৪ মার্চ প্রতিষ্ঠানটির ২০ বছর পূর্তি বর্ণাঢ্যভাবে পালন করবেন তিনি। এ উপলক্ষে এ দিন বিকাল ৫টায় জাতীয় জাদুঘর মিলনায়তনে শুরু হবে সুরসপ্তকের অনুষ্ঠান। এতে অংশ নেবেন দেশ-বিদেশের বরেণ্য সংগীতশিল্পীরা। পাশাপাশি সংগীতাঙ্গনের দুজন জীবন্ত কিংবদন্তি সংগীতশিল্পীকে শ্রদ্ধাঞ্জলি সম্মাননা প্রদান, প্রয়াত বরেণ্য সংগীতশিল্পী সুধীন দাস, সোহরাব হোসেন, খালিদ হোসেন, ফিরোজা বেগম, নীলুফার ইয়াসমিন ও ফেরদৌস আরার চাচা সুরসপ্তকের উপদেষ্টা এ বি এম আবদুর শাকুরের পরিবারের সদস্যদের সম্মাননা স্মারক প্রদান, সংগীতশিল্পী শাহীন সামাদ, খায়রুল আনাম শাকিল ও নাশিদ কামালকে সম্মাননা স্মারক প্রদান এবং এই প্রজন্মের শিল্পী দিলশাদ নাহার কনা, ইউসুফ আহমেদ খানকে সম্মাননা প্রদান করা হবে। সম্মাননা জানানো হবে সুরসপ্তকের শিক্ষকমন্ডলীদের। এ বিষয়ে ফেরদৌস আরা বলেন, দেখতে দেখতে সুরসপ্তক আজ ২০ বছর পূর্ণ করতে যাচ্ছে। আজ বাবা বেঁচে থাকলে হয়তো সবচেয়ে বেশি খুশি হতেন। সুরসপ্তকের পথচলার প্রতিটি পদক্ষেপে, সংগ্রামে বাবাকে অনুপ্রেরণা হিসেবে নিয়েই এগিয়ে চলেছি। আর পেয়েছি কিছু মানুষের সহযোগিতা। যে কারণে সুরসপ্তক আজ এই পর্যায়ে আসতে পেরেছে। আগামী ১৪ মার্চ ইনশাআল্লাহ ভালোভাবে সবকিছু সম্পন্ন করতে পারব। আমার এবারের অনুষ্ঠানকে সফল করে তুলতে যারা আমার পাশে আছেন সবসময়, তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ-কৃতজ্ঞতা। এদিকে আগামীকাল শনিবার রাজশাহী বিশ^বিদ্যালয়ে একটি অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন ফেরদৌস আরা। এরপর আগামী ২ মার্চ দুপুরে রাজধানীর অফিসার্স ক্লাবে একটি অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close