বিনোদন প্রতিবেদক

  ১০ অক্টোবর, ২০১৮

নতুন নাট্যকারের গল্পে নাসিম-মম

টেলিভিশন নাট্যকার সংঘ আয়োজিত নাটক রচনাবিষয়ক কর্মশালা-২০১৮’ প্রথম হওয়া নাটক ‘নদী বিলাস’ নিয়ে নাটক নির্মাণ করেছেন গুণী নাট্যনির্মাতা সুমন আনোয়ার। প্রথম হওয়া নাট্যকারের নাম মাসুদ রানা সবুজ। তার রচিত এ নাটকে স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন আহসান হাবিব নাসিম ও জাকিয়া বারী মম। এরই মধ্যে নাটকটির দৃশ্য ধারনের কাজ শেষ হয়েছে। এই নাটকে আরো দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু ও মনিরা মিঠু। নাটকটির গল্প প্রসঙ্গে সুমন আনোয়ার বলেন, ‘নদীভাঙা মানুষ দুলু শেখ। নদীতে বিলীন হয়েছিল ঘরবাড়ি সব। তার পরও নদীর সঙ্গেই বাঁধা ছিল দুলু শেখের জীবন, বউ বাচ্চা সংসার নিয়ে বিপদে পড়া দুলু শেখ বহু কষ্টে ছেলেমেয়েদের লেখাপড়া শিখিয়ে মানুষ করেছেন। সেই যুদ্ধের কথা আজও ভোলেনি দুলু শেখ। আজ তার ছেলেমেয়েরা অনেক বড় চাকরি করে। ছোট ছেলের সঙ্গে তার বাড়িতে ঢাকায় থাকে দুলু শেখ, কিন্তু আজও তাকে নদী টানে, নদীর কাছে কী যেন মায়া! হয়তো স্ত্রীকে কবর দিতে পারেনি। কলার ভেলায় নদীতে ভাসিয়ে দিতে হয়েছিল লাশ। তাই হয়তো নদীর জলেই স্ত্রীকে খুঁজে পান আর সে কারণেই শহরের ইটকাঠের ভেতরও দুলু শেখকে নদী টানেÑএমন গল্পেই এগিয়ে যাবে গল্প। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মম বলেন, ‘ধন্যবাদ চ্যানেল আইকে নতুন নাট্যকারের গল্পকে প্রযোজনার মধ্য দিয়ে দর্শকের কাছে তুলে ধরার উদ্যোগ নেওয়ার জন্য। সুমন আনোয়ার ভাই ধারাবাহিকভাবেই ভালো নাটক-টেলিফিল্ম নির্মাণ করেন। সেই ধারাবাহিকতায় নদী বিলাস নাটক নির্মাণেও তার মেধার ছাপ পাওয়া যাবে। আমাদের এ সময়ের নাটকের গল্পগুলো থেকে ভালো বোধটা প্রায় হারিয়েই যাচ্ছে। নতুন নাট্যকার সবুজের এ নাটকের একটা ভালো বোধ উপলব্দি করার জায়গা আছে। যেটা মানুষের জীবনে থাকাটা খুব প্রয়োজন। এই নাটকের গল্পে সেই বোধটা আছে বলেই গল্পের ভেতরে প্রবেশ করে আমি অভিনয় করেছি। আমার সহশিল্পী হিসেবে নাসিম ভাইও যেমন অসাধারণ অভিনয় করেছেন, অনুরূপভাবে বাবু ভাই এবং মিঠু আপাও।

নাসিম বলেন, ‘এটা নিঃসন্দেহে অনেক ভালোলাগার যে নতুন একজন নাট্যকারের স্ক্রিপ্ট নিয়ে সুমন আনোয়ারের মতো মেধাবী একজন নির্মাতা নাটক নির্মাণ করেছেন। এটা সত্যিই এ সময়ে দৃষ্টান্তমূলক সমন্বয়। আগামীর পথচলায় সবার জন্য এক নতুন অনুপ্রেরণা। সৃজনশীল সংগঠনগুলোর কাজ এমন হওয়াই উচিত বলে মনে করি আমি।’ এদিকে আগামীকাল দুপুর ২টার সংবাদের পর ‘নদী বিলাস’ নাটকটি চ্যানেল আইয়ে প্রচারিত হবে বলে জানিয়েছেন নির্মাতা সুমন আনোয়ার।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close