reporterঅনলাইন ডেস্ক
  ১৯ নভেম্বর, ২০১৭

ডিআইইউতে গবেষণা প্রবন্ধ উপস্থাপন

বয়স্কদের মধ্যে ডিমেনসিয়ার প্রকোপ দিন দিন বাড়ছে

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) পাবলিক হেলথ বিভাগের আয়োজনে ‘রিসার্চ ফাইন্ডিংস অন ডিমেনসিয়া’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ৪ নভেম্বর শনিবার বিশ্ববিদ্যালয়ের ৭১ মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন ডায়াবেটিক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক ড. এ. কে আজাদ এবং বিশেষ অতিথি ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম। অ্যালাইড হেলথ সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. আহমদ ইসমাইল মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পাবলিক হেলথ বিভাগের অধ্যাপক ড. শাহ মোহাম্মদ কেরামত আলী। এছাড়াও সেমিনারে বক্তব্য রাখেন পাবলিক হেলথ বিভাগের সহযোগী অধ্যাপক ড. সালামত খন্দকার ও সহকারী অধ্যাপক ড. নাদিরা মেহরিবান।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এ. কে আজাদ বলেন, বাংলাদেশে বয়স্কদের মধ্যে ডিমেনসিয়ার প্রকোপ দিন দিন বাড়ছে। এ ব্যাপারে জনসচেতনতা জরুরি। সেজন্য ডিমেনসিয়া নিয়ে আরো বেশি বেশি গবেষণা হওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি। অধ্যাপক ড. এ. কে আজাদ বলেন, গবেষণার জন্য সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর এগিয়ে আসা উচিত। বিশেষ অতিথি অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম বলেন, নতুন নতুন জ্ঞান সৃষ্টি করাই বিশ্ববিদ্যালয়ের কাজ। এজন্য গবেষণার প্রয়োজন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে, আমাদের দেশে গবেষণার জন্য পর্যাপ্ত বরাদ্দ পাওয়া যায় না। এই ধারা ভাঙতে হবে এবং গবেষণা কর্মে আরো বেশি অর্থ বরাদ্দ প্রয়োজন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনকারী অধ্যাপক ড. শাহ মোহাম্মদ কেরামত আলী বলেন, ডিমেনসিয়ার ব্যাপারে এখনই সচেতন না হলে এ রোগের প্রাদুর্ভাব বাড়তেই থাকবে। এ জন্য গবেষণার পাশাপশি জনসচেতনতা বাড়াতে হবে বলে মন্তব্য করেন তিনি।

সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist