reporterঅনলাইন ডেস্ক
  ১০ ফেব্রুয়ারি, ২০২০

ঢাবিতে স্বামী বিবেকানন্দের ১৫৭তম জন্মবার্ষিকী পালন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের উদ্যোগে গত ২৫ জানুয়ারি শনিবার দিনব্যাপী স্বামী বিবেকানন্দের ১৫৭তম জন্মবার্ষিকী ও পরিষদের তিন দশক পূর্তি উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে একটি আলোচনা সভা, বিবেকানন্দ বৃত্তি প্রদান, শিক্ষা উপকরণ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের সভাপতি অখিল চন্দ্র ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সম্মানিত অতিথি হিসেবে ঢাকাস্থ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী পূর্ণাত্মানন্দজী মহারাজ এবং বিশেষ অতিথি হিসেবে ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের অধ্যক্ষ সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথের, জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মিহির লাল সাহা, অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, জয়ন্ত কুমার দেব এবং মীরা সাহা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান স্বামী বিবেকানন্দের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, আমরা তার কাছ থেকে মানবসেবা, জগৎকল্যাণ, বাঙালি জাতীয়তাবাদের ভাবনা এবং সমাজের সবাইকে এক করে দেখার অনুপ্রেরণা পেয়েছি। তিনি ছিলেন জ্ঞানের সাধক। বিবাদ, বিনাশ ও মতবিরোধ দূর করে পারস্পরিক সহায়তা, সমন্বয় ও শান্তির বাণী তিনি প্রচার করে গেছেন বলে উপাচার্য উল্লেখ করেন। এ ছাড়া, অনুষ্ঠানে স্বামী বিবেকানন্দের ১৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বার্ষিক প্রকাশনা ‘জ্ঞানদীপ’-এর মোড়ক উন্মোচন করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close