reporterঅনলাইন ডেস্ক
  ০১ জুলাই, ২০১৮

চলমান শিক্ষাকার্যক্রম অব্যাহত রাখতে চবি প্রশাসন অঙ্গীকারবদ্ধ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরীর সঙ্গে চবি ইনস্টিটিউট অব এডুকেশন অ্যান্ড রিসার্চের (আইইআর) পরিচালক, শিক্ষক এবং প্রশাসনিক কমিটির এক সভা উপাচার্য দফতরের অফিস কক্ষে ২৫ জুন সোমবার অনুষ্ঠিত হয়। উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে করেন সভায় আইইআরের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ বশির আহম্মদ, প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নূর আহমদ, চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ফজলুল হক, আইইআরের শিক্ষক, প্রশাসনিক কমিটির নেতা এবং সংশ্লিষ্ট অফিসের প্রধানরা উপস্থিত ছিলেন। উপাচার্য উপস্থিত সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের রিপোর্ট এবং নির্দেশনা মোতাবেক ৩১ মে ২০১৮ তারিখে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে ৫১৫তম সভার সিদ্ধান্তের আলোকে চবি আইইআরকে একটি সমৃদ্ধ উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান রূপান্তর করার লক্ষ্যে যে সিদ্ধান্ত গৃহীত হয়, তা বাস্তবায়নে তার সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে। এ প্রতিষ্ঠানে অত্যন্ত যোগ্য এবং মেধাবী শিক্ষার্থীরাই ভর্তি হওয়ার সুযোগ লাভ করেছে। তাদের যোগ্য ও আলোকিত মানবসম্পদে রূপান্তর করা আমাদের সবার দায়িত্ব। তিনি এ প্রতিষ্ঠানের চলমান একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম অধিকতর গতিশীল করতে সংশ্লিষ্ট সবাইকে বিভিন্ন দিকনির্দেশনা দেন। উপাচার্য আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের নিয়ম-কানুন সমুন্নত রেখে প্রাণপ্রিয় শিক্ষার্থীদের শিক্ষাজীবনের প্রতিটি মুহূর্ত অর্থবহ করতে বর্তমান প্রশাসন যেসব পদক্ষেপ নেওয়া প্রয়োজন, সব পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করতে বদ্ধপরিকর। এ ব্যাপারে উপাচার্য সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist