নিজস্ব প্রতিবেদক

  ১৯ নভেম্বর, ২০১৭

নিখোঁজ ব্যবসায়ী অনিরুদ্ধ বাড়ি ফিরেছেন

আড়াই মাস ধরে নিখোঁজ ব্যবসায়ী ও বেলারুশের অনারারি কনসাল অনিরুদ্ধ রায় বাড়ি ফিরেছেন। গুলশান থানার ওসি আবু বকর সিদ্দিক এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। অনিরুদ্ধের ফিরে আসার বিষয়টি স্ত্রী শাশ্বতী রায়ও স্বীকার করেছেন। তবে তিনি কোথায় ছিলেন, সে বিষয়ে কিছু বলেননি তিনি।

গুলশান থানার ওসি জানিয়েছেন, মামলার বাদীর সঙ্গে আমাদের কথা হয়েছে। তিনি বলেছেন, গত বৃহস্পতিবার সকালে অনিরুদ্ধ রায় বাড়ি ফিরেছেন বলে আমরা জানতে পেরেছি। তদন্ত কর্মকর্তা হিসেবে তার সঙ্গে আমি কথা বলতে চেয়েছিলাম। পরিবার রাজি হয়নি।

গত ২৭ আগস্ট বিকেলে ঢাকার কূটনীতিকপাড়া গুলশানের ১ নম্বর সেকশনের ইউনিয়ন ব্যাংকের সামনে থেকে একটি মাইক্রোবাসে অনিরুদ্ধকে তুলে নেওয়া হয়েছিল বলে তার গাড়িচালক জানান।

গাড়িচালক বলেছিলেন, অনিরুদ্ধ রায় নিজের গাড়িতে ওঠার সময় দুজন লোক এসে তার সঙ্গে কথা বলেন। তারপর পাশে ডেকে নিয়ে ধাক্কা দিয়ে দাঁড়িয়ে থাকা একটি মাইক্রোবাসে তুলে নেয়।

অনিরুদ্ধ আরএমএম লেদার্সের ব্যবস্থাপনা পরিচালক। তিনি বেলারুশের ‘অনারারি কনসাল’ ছিলেন। অনিরুদ্ধ কানাডার নাগরিক, টরন্টো-ঢাকা মিলিয়েই থাকেন তিনি। অনিরুদ্ধকে তুলে নেওয়ার পর উদ্বেগ জানিয়ে তাকে উদ্ধারের প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছিল হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ।

অনিরুদ্ধের পর সম্প্রতি সাংবাদিক উৎপল দাশ, বিশ্ববিদ্যালয় শিক্ষক মোবাশ্বার হাসান সিজারসহ কয়েকজন নিখোঁজ হন। এসব ঘটনায় সরকারি সংস্থাগুলোর সম্পৃক্ততার অভিযোগও ওঠে। তবে এসব অভিযোগ অস্বীকার করে স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশপ্রধান গত সপ্তাহেই বলেছিলেন, নিখোঁজদের উদ্ধারে জোর তৎপরতা চলছে। তারা আশাবাদী, অচিরেই নিখোঁজদের ফিরে পাওয়া যাবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist