আন্তর্জাতিক ডেস্ক

  ১৬ আগস্ট, ২০১৭

সাড়া ফেলেছে দুধ-সাদা হরিণ

সুইডেনের ভার্মল্যান্ড অঞ্চলের গানার্সকগে দেখা মেলে মুস জাতীয় বিরল একটি হরিণের। হরিণটি মুস জাতের, গায়ের রং দুধের মতো সাদা। তিন বছর খোঁজাখুঁজির পর দেখা মেলে বিরল প্রজাতির এই হরিণটির। একটু ভিন্ন রকম শারীরিক রঙের কারণেই এই প্রাণী এখন ইন্টারনেট সেনসেশন।

সুইডেনের ভার্মল্যান্ডে হরিণটির দেখা পান হ্যান নিলসসন নামের এক গবেষক। সে সময় এটি একটি নালা পার হচ্ছিল। পুরো দৃশ্যটি ক্যামেরায় ধারণ করেন হ্যান। পরে সেটি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে প্রকাশ করেন হ্যান। এর পর সেটি ১০ লাখ বারের বেশি দেখা হয়েছে। ভিডিওতে দেখা যায়, মুস হরিণটি একটি নালা পার হয়। পার হয়ে সেটি শরীর থেকে পানি ঝেড়ে ফেলে দেয়। এরপর ঘাস খাওয়া শুরু করে। পরে কিছুক্ষণ ক্যামেরার দিকে তাকিয়ে থাকে হরিণটি। সুইডেনের একটি রেডিও চ্যানেলকে হ্যান বলেন, ‘সেটি কখনো মানুষ দেখেনি। এমন একটি প্রাণী দেখতে পাওয়ার অনুভূতি অসাধারণ।’

সুইডেনে প্রায় চার লাখ মুস আছে। তবে সেগুলোর সব কটিই বলতে গেলে বাদামি রঙের। সাদা মুসের সংখ্যা মাত্র ১০০টি।

বিশেষজ্ঞরা জানান, হরিণটির সাদা রঙের রহস্য শ্বেত রোগ নয়। জিনের (জীবের বৈশিষ্ট্যের ধারক) অস্বাভাবিক পরিবর্তনই এর জন্য দায়ী।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist