বরিশাল প্রতিনিধি

  ১০ জানুয়ারি, ২০২৪

বরিশাল বিভাগ

৭২ শতাংশ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল বিভাগের ২১টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীর ৭২ শতাংশ জামানত হারিয়েছেন। জামানত হারানো প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগ বা নৌকা প্রতীকের কেউ নেই। আঞ্চলিক নির্বাচন কমিশন থেকে চুড়ান্ত ফলের তালিকা বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন জানিয়েছেন, প্রাপ্ত মোট ভোটের ৮ ভাগের এক ভাগেরও কম ভোট পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করার বিধান রয়েছে।

নির্বাচন অফিস বলছে, বিভাগের ৬টি জেলায় মোট ভোটার ৭৪ লাখ ২৩ হাজার ৫২২ জন। এর মধ্যে ৩২ লাখ ৪৮ হাজার ৬৭৭ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। অর্থাৎ এই বিভাগে ভোট প্রদানের হার ৪৩ দশমিক ৭৬ শতাংশ। এর মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে বরিশাল-১ আসনে ৬০ দশমিক ৪৮ শতাংশ। সবচেয়ে কম ভোট পড়েছে পটুয়াখালী-১ আসনে ২৩ দশমিক ৭৫ শতাংশ।

বিভাগের ২১টি আসনে মোট প্রার্থী ছিলেন ১২০ জন। এর মধ্যে ৩৩ জন প্রার্থী জামানত রাখতে পেরেছেন। বিপরীতে হারিয়েছেন ৮৭ জন। আওয়ামী লীগ ১৫টি আসনে, জাতীয় পার্টি ২টি আসনে, স্বতন্ত্র প্রার্থী ১৩টি আসনে, ওয়াকার্স পার্টি ১টি আসনে, বাংলাদেশ কংগ্রেস ১টি আসনে ও জাতীয় পার্টি (মঞ্জু) ১টি আসনে জামানত রাখতে পেরেছে। নৌকা প্রতীকের প্রার্থী অন্য সব আসনে জামানত রাখতে পারলেও একটি আসনে পরাজিত হয়েছেন। পিরোজপুর-২ আসনে জেপির চেয়ারম্যান নৌকা প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন মহারাজের কাছে হেরেছেন।

আর জামানত হারানো ৮৭ জনের মধ্যে ১৬ জন জাতীয় পার্টি, ২ জন ওয়ার্কার্স পার্টি এবং ৬৯ জন স্বতন্ত্রসহ অন্যান্য দলের প্রার্থী। জামানত রাখতে না পারা দলগুলোর মধ্যে রয়েছে জাসদ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), তৃণমূল বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম), বাংলাদেশ তরিকত ফেডারেশন, বাংলাদেশ সুপ্রিম পার্টি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ), গণফ্রন্ট, বাংলাদেশ কল্যাণ ফ্রন্ট ও কৃষক শ্রমিক জনতা লীগ। আসনভিত্তিক এসব দলের প্রার্থীদের ভোট প্রাপ্তির পরিসংখ্যানও অত্যন্ত লজ্জাজনক।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close