টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

  ২২ নভেম্বর, ২০২২

টঙ্গীতে কিশোর গ্যাংয়ের সন্ত্রাস প্রতিরোধে সভা

গাজীপুরের টঙ্গীতে মাদক, বাল্যবিয়ে, ইভটিজিং এবং কিশোর গ্যাংয়ের সন্ত্রাসী কর্মকাণ্ড ও গো-ামি রোধে সচেতনতামূলক সভা হয়েছে। সোমবার (২১ নভেম্বর) বেলা ১১টার দিকে টঙ্গীর এরশাদনগর এলাকায় সরকারি ও বেসরকারি স্কুল ঐক্য পরিষদের উদ্যোগে টিডিএইচ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে টঙ্গী পূর্ব থানার ওসি আশরাফুল ইসলামের সভাপতিত্বে ও ওয়ার্ড কাউন্সিলর ফারুক আহমেদের সার্বিক তত্ত্বাবধানে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মো. মাহবুব-উজ-জামান, প্রধান আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. মুহাম্মদ আসাদুজ্জামান। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী সরকারি কলেজের প্রফেসর অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত উপপুলিশ কমিশনার হাফিজুল ইসলাম, সহকারী পুলিশ কমিশনার মেহেদী হাসান দিপু ও জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা।

আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের সঙ্গে বাল্যবিয়ে, মাদক সন্ত্রাস, জঙ্গিবাদ, কিশোর গ্যাংয়ের সন্ত্রাসী কর্মকাণ্ড এবং ইভটিজিং প্রতিরোধের বিষয়ে মতবিনিময় করেন অতিথিরা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close