প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৫ মে, ২০২২

মঙ্গলে এলিয়েনদের ঘর!

মঙ্গল গ্রহে এলিয়েনদের ঘরের দরজার খোঁজ পেল মার্কিন সংবাদ সংস্থা নাসা। সেই ছবিও প্রকাশ করা হয়েছে। এ ছবি তোলা হয়েছে ৭ মে। নাসার রোভার কিউরিওসিটি যান এ ছবি পৃথিবীতে পাঠিয়েছে।

প্রকাশিত সাদা-কালো ছবিটি এক পলক দেখলে মনে হবে, পাথরের গায়ে ঘরে ঢোকার দরজার মতো কিছু খোদাই করা রয়েছে। অনেক বিজ্ঞানী ভেবেছিলেন, সেটা হয়তো এলিয়েনদের ঘরের দরজা। কেউ কেউ জানান, ওটা মঙ্গল গ্রহের মধ্যভাগ। কিন্তু পরক্ষণেই ভুল ভাঙে।

নাসার বিজ্ঞানীরা জানান, ওই দরজা আকৃতিটি পাথরের ভাঙা অংশ। মঙ্গলে ক্রমাগত ভূমিকম্পের জেরে, ওই ধরনের আকৃতি তৈরি হয়েছে। যেখানে এই আকৃতিটি দেখতে পাওয়া গিয়েছে, সেটা গ্রিনহিউ পেডিমেন্ট নামে পরিচিত।

প্রসঙ্গত, পৃথিবী থেকে বিভিন্ন লেখক, কল্পবিজ্ঞান লেখক এবং একাধিক মহাকাশ গবেষক মনে করেন পৃথিবীর বাইরে বুদ্ধিমান প্রাণী রয়েছে। এই প্রাণীর নাম এলিয়েন। তারা মনে করেন এই এলিয়েনরা মঙ্গলগ্রহের বাসিন্দা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close