প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২৪ নভেম্বর, ২০২১

আজকের এই দিনে

আজ ২৪ নভেম্বর। এক দিন ২৪ ঘণ্টা, ১৪৪০ মিনিট, ৮৬ হাজার ৪০০ সেকেন্ড, সময়ের হিসেবে অতি অল্প সময়। তবে প্রতিটি একেকটি ইতিহাস। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনে ঘটেছে অনেক উল্লেখযোগ্য ঘটনা। জেনে নেই ইতিহাসে আজকের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম ও মৃত্যু এবং দিবস।

ইতিহাস :

১৭১৫ : পেমস নদীর পানি জমে বরফ হয়ে গিয়েছিল।

১৭৫৯ : বিসুভিয়াসে অগ্ন্যুৎপাত শুরু।

১৮০০ : ফোর্ট উইলিয়াম কলেজের প্রকৃত কর্মযাত্রা।

১৮৩১ : ব্রিটিশ পদার্থ বিজ্ঞানী মাইকেল ফ্যারাডের বৈদ্যুতিক আবেশ আবিষ্কার।

১৮৫১ : ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি চালু হয়।

১৮৫৯ : চার্লস ডারউইনের বিবর্তনবাদ সম্পর্কিত গ্রন্থ ‘অরিজিন অব দ্য স্পিসিস’ প্রথম প্রকাশিত হয়।

১৮৬৫ : কলকাতায় বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজের কার্যক্রম শুরু।

১৯২৩ : বেলজিয়ামে প্রথম বেতার সম্প্রচার শুরু।

১৯৩৩ : বঙ্কিমচন্দ্র সেনের সম্পাদনায় প্রথম সাহিত্য-সাপ্তাহিক ‘দেশ’ প্রকাশ।

১৯৫০ : ইরানের জাতীয় সংসদের জ্বালানি তেলবিষয়ক কমিটি ইরান অয়েল কোম্পানি ও ব্রিটেনের মধ্যে সম্পূরক চুক্তি নাকচ করে।

১৯৯৫ : দেড় বছরাধিকাল ধরে সংসদ বয়কট আন্দোলনের প্রেক্ষাপটে বাংলাদেশের পঞ্চম জাতীয় সংসদ ভেঙে দেওয়া হয়।

২০১২ : আশুলিয়ায় তাজরীন পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডে ১১২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু, আহত তিন শতাধিক।

ইতিহাস :

১৮৬০ : গণিতজ্ঞ কে পি বসু।

১৮৬৪ : উনিশ শতকের প্রখ্যাত ফরাসি চিত্রকর অঁরি দ্য ত্যুল্যুজ-লোত্রেক।

১৯০৪ : যুক্তফ্রন্ট দলীয় পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য হাতেম আলী খান।

মৃত্যু :

১৫০৪ : স্পেনের ক্যাস্টিলের রানি প্রথম ইসাবেলা।

১৫২৪ : বিশ্ব বিখ্যাত নাবিক ভাস্কোদাগামা।

১৮৮৪ : বাংলা নাটকের প্রথম যুগের নাট্যকার হরচন্দ্র ঘোষ।

১৯১৬ : সাব মেশিনগানের উদ্ভাদক স্যার হিরাম স্টিভেনস মাক্সিম?।

১৯৮২ : কেনিয়ার অর্থনীতিবিদ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার বাবা বারাক ওবামা সিনিয়র।

১৯৯১ : ইংরেজ গায়ক, গীতিকার ও প্রযোজক ফ্রেডি মার্কারি।

২০১৭ : বাংলাদেশি সাধক সংগীতশিল্পী ও নন্দিত বংশীবাদক বারী সিদ্দিকী।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close