কেশবপুর (যশোর) প্রতিনিধি

  ১৫ জুলাই, ২০২০

যশোর-৬ আসন

শাহীন চাকলাদার নির্বাচিত

যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার ১ লাখ ২৪ হাজার ২০৪ ভোট পেয়ে বেসরকারিভাবে এমপি নির্বাচিত হয়েছেন।

গতকাল মঙ্গলবার সামাজিক দূরত্ব বজায় রেখে আসনটিতে ভোটাররা ভোট প্রদান করেন। নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল লক্ষণীয়। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ সম্পন্ন হয়। ভোটকেন্দ্রের সুষ্ঠু পরিবেশ রক্ষায় ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ, র‌্যাব, বিজিবি ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা দায়িত্ব পালন করেন। যশোর-৬ উপনির্বাচনে প্রথমাবস্থায় বিএনপি মনোনীত প্রার্থী আবুল হোসেন আজাদ, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহীন চাকলাদার ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান ছিলেন। করোনাভাইরাসের কারণে ২৯ মার্চের নির্বাচন স্থগিত হওয়ার পর গত ৪ জুলাই নির্বাচন কমিশন পুনরায় ১৪ জুলাই নির্বাচনের দিন নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে। পরদিন বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক এ আসনের নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে ভোট বর্জনের ঘোষণা দেয় বিএনপি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close