কক্সবাজার প্রতিনিধি

  ১০ জুলাই, ২০২০

কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ ৩ রোহিঙ্গা নিহত

কক্সবাজারে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকায় ‘বন্দুকযুদ্ধে’ তিন রোহিঙ্গা নিহত হয়েছে; যারা মাদক কারবারি বলে বিজিবির অভিযোগ। বিজিবি ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ জানান, গতকাল বৃহস্পতিবার ভোরে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের তুলাতলী জলিলের গোদা ব্রিজ এলাকায় গোলাগুলির এ ঘটনা ঘটে। নিহতরা হলেন বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার তমব্রু কোনারপাড়া রোহিঙ্গা শরণার্থী শিবিরের জুলুর মল্লুকের ছেলে নূর আলম (৪৫), উখিয়ার বালুখালী ১ নম্বর রোহিঙ্গা শরণার্থী শিবিরের জি-২৯ ব্লকের মো. গুরা মিয়ার ছেলে মোহাম্মদ হামিদ (২৫) ও কুতুপালং ২ নম্বর রোহিঙ্গা শরণার্থী শিবিরের ডি-৪ ব্লকের মো. সৈয়দ হোসেনের ছেলে নাজির হোসেন (২৫)। বিজিবি কর্মকর্তা হায়দার বলেন, মিয়ানমার থেকে ইয়াবার চালান বাংলাদেশে আসতে পারে এমন খবর পেয়ে বিজিবি গোদা ব্রিজ এলাকায় অবস্থান নেয়। এক পর্যায়ে মিয়ানমারের দিক থেকে ৮ থেকে ১০ জনের একদল লোক পাহাড়ি এলাকা দিয়ে আসে। বিজিবি তাদের থামার নির্দেশ দেয়।

তারা না থেমে বিজিবি সদস্যদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে। বিজিবির সদস্যরা আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে তারা অনেকে পালিয়ে যায়। গোলাগুলি থামার পর ঘটনাস্থল থেকে তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠালে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালে নেওয়ার পথে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, তিনজনই স্বীকার করেছেন তারা দীর্ঘদিন ধরে সীমান্তে ইয়াবা পাচারের সঙ্গে জড়িত ছিলেন। ঘটনাস্থলের আশপাশে তল্লাশি করে ৩ লাখ ইয়াবা, দুটি বন্দুক ও পাঁচটি গুলি পাওয়া গেছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close