জাককানইবি প্রতিনিধি

  ২৭ জানুয়ারি, ২০২০

শিক্ষার্থীদের আন্দোলনে অচল কবি নজরুল বিশ্ববিদ্যালয়

পরিবহন সংকট, নিয়োগে অসচ্ছতা, আবাসন সংকটসহ নানা প্রতিশ্রুতির বাস্তবায়ন দাবিতে আন্দোলনে নেমেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে দিয়েছেন। গতকাল রোববার সকাল ১০টায় তারা প্রশাসনিক ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন। পরে তারা স্লোগান দিতে দিতে অবস্থান নেন জয় বাংলা চত্বরে। বিভিন্ন জায়গা থেকে ছাত্রছাত্রীরা এসে জড়ো হতে থাকেন।

শিক্ষার্থীরা বলেন, বৃহত্তর আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয়ের ভিসি গত বছর নভেম্বরে বিশ্ববিদ্যালয়ের চারটি নিজস্ব বাস আনার প্রতিশ্রুতি দিলেও এখন পর্যন্ত কোনো বাসের দেখা পেলাম না। অবশ্য শুধু বাসই নয়, মসজিদ-উপসানালয়, টিএসসি, ডিটোরিয়ামসহ আরো অনেক কিছুরই প্রতিশ্রুতি দিলেও আদতে বাস্তবায়ন করার দৃশ্যমান বাস্তবায়ন হয়নি। দাবি না মানা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর উজ্জ¦ল কুমার প্রধান জানান, উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন। তাদের আশ্বস্ত করেছেন অতি দ্রুত সময়ের মধ্যেই দাবিগুলো পূরণ করবেন। বিকালে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবিগুলো প্রশাসন থেকে লিখিতভাবে স্বল্প সময়ের মধ্যে শেষ করার নিশ্চয়তা দেওয়া হবে। মার্চের মধ্যেই দশ তলাবিশিষ্ট চলমান দুটি হলের কাজ সম্পন্ন করে শিক্ষার্থীদের থাকার ব্যবস্থা করবেন এবং আগামী সপ্তাহে বিশ্ববিদ্যালয়ের লোগোযুক্ত একটি বাসের ব্যবস্থা করা হবে।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ে দুইটি হলের কাজ চলমান। প্রায় দুই বছর আগে কাজ শেষ করার কথা থাকলেও এখন পর্যন্ত কাজ শেষ করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের নিয়োগে অনিয়ম, শিক্ষক রফিকুল আমিনকে হয়রানির অভিযোগ উঠেছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close