ঢাবি প্রতিনিধি

  ১৯ নভেম্বর, ২০১৯

আবরার হত্যাকাণ্ডের

শিক্ষার্থীদের দাবি পূরণে বুয়েট প্রশাসন ১৪ দিন সময় চায়

শিক্ষার্থীদের দেওয়া তিন দফা দাবি পূরণে ১৪ দিন সময় চেয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) প্রশাসন। গতকাল সোমবার দুপুরে শিক্ষার্থীরা উপাচার্য ড. সাইফুল ইসলামের সঙ্গে আলোচনায় বসেন। সেখানে ছাত্র কল্যাণ দফতরের পরিচালক অধ্যাপক মিজানুর রহমানসহ বিভিন্ন অনুষদের ডিন ও শিক্ষকরাও উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বুয়েট শিক্ষার্থীরা জানান, উপাচার্য ড. সাইফুল ইসলাম প্রথমে তিন সপ্তাহ সময় চান দাবিগুলো বিবেচনা করার জন্য। পরে সেখানে উপস্থিত ডিনরা বলেছেন দুই সপ্তাহের মধ্যে তারা সিদ্ধান্ত নিতে পারবেন। এর আগে গত বৃহস্পতিবার শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকান্ডের চার্জশিটভুক্ত আসামিদের বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কারসহ তিন দফা দাবি জানান

আন্দোলকারী বুয়েট শিক্ষার্থীরা। উপাচার্যের সঙ্গে আলোচনা শেষে দুপুর ২টার দিকে শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের পক্ষে কথা বলেন বুয়েটের আরবান অ্যান্ড রিজিউনাল বিভাগের শিক্ষার্থী শীর্ষ সংশপ্তক।

শীর্ষ সংশপ্তক বলেন, আমরা প্রশাসনের দেওয়া প্রস্তাব মেনে নিয়েছি। তারা যদি দুই সপ্তাহের মধ্যে আমাদের দাবিগুলো পূরণ করতে পারে তাহলে আমরা আসন্ন টার্ম পরীক্ষা দেব।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close