রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

  ১৮ মার্চ, ২০১৯

রামপালে ক্রেন ছিঁড়ে ২ শ্রমিকের মৃত্যু

বাগেরহাটের রামপালে নির্মাণাধীন কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্রে ক্রেন ছিঁড়ে শরীরে রড পড়ে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। গত শনিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। গতকাল রোববার দুপুরে দুই শ্রমিকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কালীনগর গ্রামের আনসার আলীর ছেলে নাসির হোসেন (২৭) ও রামপাল উপজেলার আদাঘাট গ্রামের ফজলুর রহমানের ছেলে মো. আসাদুর রহমান (৩২)।

খুলনার সোনাডাঙ্গা থানার এসআই আফসার আলী বলেন, রামপালে নির্মাণাধীন কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্রের একটি ক্রেন দিয়ে রড ওপরে তোলার সময় হঠাৎই এটি ছিঁড়ে যায়। এ সময় শরীরে রড পড়ে কয়েকজন শ্রমিক আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেড়িকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। হতাহতদের প্রত্যেকের পরিবারকে কর্তৃপক্ষ যথাযথ ক্ষতিপূরণ দেবে বলেও জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close