নিজস্ব প্রতিবেদক

  ১৬ মার্চ, ২০১৯

গ্যাসের দাম যেন সহনীয় থাকে : নাসিম

বিতরণ কোম্পানিগুলো গ্যাসের দাম বাড়ানোর যে প্রস্তাব দিয়েছে, তা বিবেচনা করার ক্ষেত্রে গ্রাহকদের স্বার্থকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন ১৪ দলের মুখপাত্র ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। গতকাল

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এ অনুষ্ঠানে তিনি বলেন, ‘গ্যাস একটি অমূল্য সম্পদ। সম্প্রতি গ্যাসের মূল্যবৃদ্ধির ব্যাপারে সরকার যে উদ্যোগ নিয়েছে, এ ব্যাপারে আমি জ্বালানিমন্ত্রীকে বলব, গ্যাসের মূল্যবৃদ্ধি যেন একটা সহনীয় পর্যায়ে থাকে।’ উন্নয়ন ধরে রাখতে গ্যাসের মূল্য যেন গ্রাহকবান্ধব থাকে; সেদিকে দৃষ্টি আকর্ষণ করে নাসিম বলেন, ‘দেশ সর্বক্ষেত্রে এগিয়ে চলছে, এ সময়ে গ্যাসের মূল্যবৃদ্ধির বিষয়টা করপোরেশন যেন পুনর্বিবেচনা করে।’ গ্যাসের দাম সমন্বয়ে বিভিন্ন ডিস্ট্রিবিউশন কোম্পানির প্রস্তাবের ওপর বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চার দিনের গণশুনানি বৃহস্পতিবার শেষ হয়। আমদানি করা এলএনজির উচ্চমূল্য সমন্বয়ে গ্যাসের দাম গড়ে ১০২ শতাংশ বৃদ্ধির প্রস্তাবের ওপর শুনানি অনুষ্ঠিত হলেও বাস্তবতা ও ন্যায্যতার ভিত্তিতেই নতুন মূল্য ঠিক করা হবে বলে কমিশনের চেয়ারম্যান মনোয়ার হোসেন শুনানি শেষে আশ্বাস দেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close