প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৬ মার্চ, ২০১৯

চীনে আলিবাবার বিশাল গুদাম চলে রোবটে

চীনের সবচেয়ে বড় ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবা। প্রতিদিন কয়েক লাখ ক্রয় আদেশ সামলাতে হয় তাদের। চীনে আলিবাবার বিশাল বিশাল গুদামঘরে পণ্য ব্যবস্থাপনার এই কাজটি করে ৬০টি রোবট, যা নিয়ে একটি ভিডিও ছেড়েছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। পণ্যে ঠাসা সারি সারি তাকে সাজানো গুদামঘর। সেখানে কোনো মানবকর্মী নেই। পুরোটাই দেখভাল করছে ৬০টি রোবট। তারা তাকগুলোকে প্রয়োজনমতো বের করছে, আবার জায়গামতো রাখছে। কেউ কোনো পণ্য ক্রয় করার আদেশ দিলে ৩২ হাজার ৩০০ তাক থেকে কোনো একটি রোবট ঠিকই নির্দিষ্ট পণ্যটি খুঁজে নিয়ে আসছে। পরে একজন মানবকর্মী সেটি মোড়কজাত করে ছাড় করছেন। ক্রেতার কাছে পৌঁছানোর ব্যবস্থা করছেন। ৫০০ কেজি পর্যন্ত ভার বহন করতে পারে রোবটগুলো। এরা বিরতিহীনভাবে কাজ করতে পারে। ব্যাটারি ফুরিয়ে গেলে নিজেই বৈদ্যুতিক চার্জ নিতে জানে। আলিবাবার গুদামঘরের ৭০ ভাগ কাজই করছে রোবটগুলো। অনলাইন কেনাকাটা এবং আর সরবরাহের ভবিষ্যৎ কি এমনই হবে? প্রশ্ন রাখা হয়েছে ভিডিওটির শেষে। ফেসবুকে এক সপ্তাহের কম সময়ে যেটি সোয়া ৬ লাখবারের বেশি দেখা হয়েছে। কলকারখানার উৎপাদন নিয়ে কাজ করেন এমন অভিজ্ঞ ম্যানেজাররা বলেছেন চীনে রোবটের ব্যবহার দিন দিন বাড়ছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close