চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

  ১৩ ফেব্রুয়ারি, ২০১৯

চাঁপাইয়ে আগ্নেয়াস্ত্র ও মাদক উদ্ধার

চোরাকারবারিদের সঙ্গে বন্দুকযুদ্ধ

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী শিবগঞ্জ উপজেলার ৭৬ বিঘা এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় দুটি ওয়ান শুটারগান, তিনটি ৯ মিমি পিস্তল, ছয়টি ম্যাগাজিন, ১৮ রাউন্ড গুলি, ৮১৫ বোতল ফেনসিডিল ও ৫০ পিস ইয়াবা উদ্ধার করেছে জেলার ৫৯ বিজিবি সদস্যরা। সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

গতকাল মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৯ বিজিবি রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম সালাহ উদ্দিন প্রেস ব্রিফিংয়ে বলেন, সীমান্তবর্তী শিবগঞ্জ উপজেলার ৭৬ বিঘা এলাকায় কিছু সন্ত্রাসী ও চোরাকারবারি বাংলাদেশের অভ্যন্তরে চোরাইপথে অবৈধ অস্ত্র-গোলাবারুদ ও ফেনসিডিল নিয়ে প্রবেশ করছেÑ এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত মেইন পিলার ১৭৮/৪ এর আনুমানিক ৫০০ গজ ভেতরে অভিযান চালালে চোরাকারবারিরা বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে বিজিবি পাল্টা গুলি ছুড়লে চোরাকারবারিদের ব্যবহৃত প্রাইভেট কারে আগুন লেগে যায় এবং তারা পালিয়ে যায়। এ সময় ভারতীয় দুটি ওয়ান শুটারগান, তিনটি ৯ মিমি পিস্তল, ছয়টি ম্যাগাজিন, ১৮ রাউন্ড গুলি ও ৮১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এছাড়া সন্ত্রাসীরা আগুন লাগিয়ে দেওয়ায় আরও কিছু মাদক উদ্ধার করা সম্ভব হয়নি। চোরাকারবারিদের ব্যবহৃত প্রাইভেট কারটি শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close