তুহিন আহমদ, মহানগর (সিলেট)

  ১৮ ডিসেম্বর, ২০১৮

সিলেট বিভাগের ৬৩ ভাগ কেন্দ্র ঝুঁকিপূর্ণ

শান্তিপূর্ণ পরিবেশ বজায়ের দায়িত্বে থাকবে পুলিশ ও আনসার বাহিনী

সিলেট বিভাগের ২ হাজার ৮০৫টি ভোটকেন্দ্রের ৬৩ ভাগই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় থাকা এসব কেন্দ্রের মধ্যে ১ হাজার ৭৮৪টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। তবে এসব কেন্দ্রগুলোকে গুরুত্বপূর্ণ ও অধিক গুরুত্বপূর্ণ বলছেন নির্বাচন কর্মকর্তারা। তারা কেন্দ্রগুলোকে ঝুঁকিপূর্ণ বলতে নারাজ। এসব কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য নিরাপত্তা ছক তৈরির কাজ শেষ পর্যায়ে রয়েছে।

সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা কার্যালয় সূত্র জানায়, সাধারণ ভোট কেন্দ্রগুলোতে একজন পুলিশ সদস্যসহ ১৪ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবেন। এছাড়া ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত কেন্দ্রগুলোতে দুই পুলিশ সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনীর ১৬ সদস্য দায়িত্ব পালন করবেন। নির্বাচনী এলাকার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে দায়িত্ব পালন করবেন পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা। এ ছাড়াও র‌্যাব, বিজিবি, আর্মড পুলিশ ব্যাটালিয়ন সমন্বয়ে গঠিত

রিজার্ভ ফোর্স, কেন্দ্রভিত্তিক মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স থাকবে।

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র আরো জানায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা সিলেট বিভাগের ২ হাজার ৮০৫টি ভোটকেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তালিকায় থাকা এসব কেন্দ্রের মধ্যে ১ হাজার ৭৮৪টি কেন্দ্রকে ‘গুরুত্বপূর্ণ’ ও ‘অধিক গুরুত্বপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রের মধ্যে এক হাজার ৫৭২ টি কেন্দ্র ‘গুরুত্বপূর্ণ’ ও ২১২টি কেন্দ্রকে ‘অধিক গুরুত্বপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়েছে। আর বাকি ১০২১টি কেন্দ্র রয়েছে সাধারণ কেন্দ্র হিসেবে। এ হিসেবে মোট ভোটকেন্দ্রের ৬৩.৬০ ভাগ ঝুঁকিপূর্ণ ও অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র। বাকি ৩৬.৪০ ভাগ সাধারণ ভোটকেন্দ্র।

বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে এমন কেন্দ্র, প্রার্থীর পক্ষে কোনো গোষ্ঠী অবৈধ প্রভাব বিস্তারের চেষ্টা চালাতে পারে, ভোটকেন্দ্রের সামনে প্রার্থী বা তার নিকটাত্মীয়ের বাড়ি রয়েছে এমন সব কেন্দ্রকে গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচনা করেছে। এ ছাড়া ভৌগোলিক অবস্থান ও ভোটকেন্দ্রের স্থাপনাকেও এ বিবেচনায় নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তারা।

কার্যালয় সূত্রে জানা যায়, চূড়ান্ত ভোটকেন্দ্র তালিকায় সিলেট জেলায় ৯৯২টি কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে মোট ভোটকক্ষ রয়েছে ৩ হাজার ২৯১টি। জেলার ৬০৭টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে আর বাকি ৩৮৫টি সাধারণ কেন্দ্র। সুনামগঞ্জ জেলার ৬৬৮টি কেন্দ্রের মধ্যে ৪১৭টি গুরুত্বপূর্ণ ও ২৫১টিকে সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। হবিগঞ্জ জেলার ৬৩৩টি কেন্দ্রের মধ্যে ২১১টি সাধারণ কেন্দ্র ও বাকি ৪২২টিই গুরুত্বপূর্ণ কেন্দ্র। এ ছাড়া মৌলভীবাজার জেলায় সাধারণ ও গুরুত্বপূর্ণ কেন্দ্রের চেয়ে অতি গুরুত্বপূর্ণ কেন্দ্র সংখ্যাই বেশি। জেলার ৪টি আসনের ৫১২টির কেন্দ্রের মধ্যে সাধারণ ১৭৪টি ও গুরুত্বপূর্ণ কেন্দ্র রয়েছে ১২৬টি। আর এ জেলায় অতি গুরুত্বপূর্ণ কেন্দ্র আছে ২১২টি। এসব কেন্দ্রের মোট ভোটকক্ষ সংখ্যা ২ হাজার ৬০টি।

সিলেটের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা খোরশেদ আলম বলেন, ‘ভোটকেন্দ্রের তালিকায় ঝুঁকিপূর্ণ কেন্দ্র বলতে কিছু নেই। শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য পুলিশের পক্ষ থেকে এরই মধ্যে প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হবে।’

সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহা. ইসরাইল হোসেন বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর যাতায়াতে সমস্যা, দুর্গম এলাকার ভোটকেন্দ্র ইত্যাদি বিষয়কে সামনে রেখে গুরুত্বপূর্ণ কেন্দ্র তালিকা তৈরি করে পুলিশ। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোর নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংখ্যা বেশি থাকবে। সাধারণ কেন্দ্রগুলোর পাশাপাশি গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোয় পুলিশ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close