প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২০ নভেম্বর, ২০১৮

প্রথম কলাম

হাত নেই পা নেই অদম্য যুবক

জন্ম থেকেই দুই হাত, দুই পায়ের কোনোটিই তার নেই। সারাজীবন অন্যের মুখাপেক্ষী হয়ে থাকতে হবে তার জন্মের সময় সবাই নিশ্চয়ই এমনটাই ভেবেছিলেন। কিন্তু তিনিই পেশাদার ফটোগ্রাফার হয়ে বিশ্বকে চমকে দিয়েছেন! ইন্দোনেশিয়ার ২৫ বছর বয়সী এই যুবকের নাম আহমেদ জুলকারনাইন। হাত-পা না থাকায় মুখ আর হাতের জায়গায় থাকা বাড়তি অংশটুকু দিয়েই ক্যামেরা চালান তিনি। আর এভাবে ক্যামেরা চালিয়েই আজ তিনি ইন্দোনেশিয়ার অন্যতম জনপ্রিয় পেশাদার ফটোগ্রাফার! সূত্র : আল জাজিরা।

তার ভাষায়, ‘আমি চাই না মানুষ আমার চেহারা দেখুক এবং ভাবুক আমি কে। আমি শুধু আমার সৃষ্টিশীলতাই তাদের দেখাতে চাই।’

আক্ষরিক অর্থেই কিন্তু তার সৃষ্টিশীলতায় মুগ্ধ গোটা বিশ্ব। জুলকারনাইন যে কেবল ভিন্নভাবে সক্ষম মানুষদের জন্যই অনুপ্রেরণা তা নয়, তিনি প্রমাণ করেছেন কেউ দৃঢ় চেতা হলে সে যেকোনো প্রতিকূল পরিস্থিতিই অতিক্রম করতে পারে। তবে এখানেই থেমে যেতে চান না এই বিস্ময় মানব। এরই মধ্যে খুলেছেন নিজের একটি কোম্পানিও। এ ছাড়া নিজেই চালাতে পারেন বানিয়ে নিয়েছেন এমন একটি গাড়িও, যে গাড়িতে করে ছুটে যান নানান দিকে। আর এভাবেই জীবনের সব প্রতিকূলতাকে পাশ কাটিয়ে এগিয়ে যেতে চান তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close