চট্টগ্রাম ব্যুরো ও সীতাকুন্ড প্রতিনিধি

  ১২ নভেম্বর, ২০১৮

সীতাকুন্ডে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

চট্টগ্রামের সীতাকুন্ডে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শামসুদ্দিন ওরফে কোপা শামসু (৩৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় মামুন নামে আরো একজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে। গত শনিবার গভীর রাতে উপজেলার নুনাছড়া এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত শামসুদ্দিন ওরফে কোপা শামসু ডাকাতি, খুনসহ অন্তত ১৪টি মামলার আসামি। তিনি উপজেলার বাড়বকুন্ড মান্দারীটোলা সিপাহি বাড়ি এলাকার আবুল খায়েরের ছেলে। অন্যদিকে, মামুন বাড়বকুন্ড নতুনপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে। সীতাকুন্ড থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, রাতে নুনাছড়া এলাকায় একদল ডাকাতের অবস্থানের খবর পেয়ে পুলিশ অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালালে ডাকাতরা একসময় পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে পড়ে থাকতে দেখা যায়। এরপর জানা যায়, তাদের নাম শামসু ও মামুন। আহত অবস্থায় তাদের হাসপাতালে নিলে শামসুকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মামুন চিকিৎসাধীন। তিনি বলেন, ঘটনাস্থল থেকে একটি শটগান, চারটি গুলি ও কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close