নিজস্ব প্রতিবেদক

  ০৭ নভেম্বর, ২০১৮

ডিজিটাল আইনে মামলা

মার্কিন রাষ্ট্রদূতকে হুমকিদাতা যুবক গ্রেফতার

ঢাকায় অবস্থিত মার্কিন রাষ্ট্রদূতের গাড়ি ও অফিস বোমা মেরে উড়িয়ে দেওয়ার অভিযোগে রাজীব উদ্দিন (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগ। তাকে রাজবাড়ীর পাংশা থানা থেকে গ্রেফতার করে পুলিশ। রাজীব উদ্দিনের বিরুদ্ধে রাজধানীর গুলশান থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করা হয়েছে। গত সোমবার তাকে আদালতে সোপর্দ করে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। ডিএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) ওবায়দুর রহমান জানান, সম্প্রতি মার্কিন দূতাবাস থেকে ডিএমপির কাউন্টার

টেররিজম ইউনিটের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ করা হয় যে, অজ্ঞাত এক ব্যক্তি দূতাবাসের মেইলে হুমকি দিয়ে বলে মার্কিন রাষ্ট্রদূতের গাড়ি ও অফিস বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে। পরে প্রযুক্তির সহায়তায় গত রোববার মধ্যরাতে রাজবাড়ী জেলার পাংশা থানার সাতবাড়িয়া গ্রাম থেকে রাজীবকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হুমকি দেওয়ার কথা স্বীকার করেছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close