আন্তর্জাতিক ডেস্ক

  ০৮ অক্টোবর, ২০১৮

প্রথম কলাম

জাম খেয়ে পাখির মাতলামি...

যুক্তরাষ্ট্রের মিনেসোটার গিলবার্ট অঞ্চলে তুলনামূলকভাবে পাখির সংখ্যা বেশি। শহরের এই পাখি নিয়ে স্থানীয়দের মধ্যে ভালো ধারণা থাকলেও এ বছর বেশ বিড়ম্বনায় রয়েছেন তারা। রাস্তায় গাড়ি নিয়ে বের হলেই গাড়ির সামনে এসে পড়ছে রবিন ও সিডার ওয়াক্সউইংস পাখিরা। মাতাল পাখিরা বেসামাল হয়ে গাড়ির সামনে এসে উড়ে পড়ছে। কখনো বাড়ির দরজায় গিয়ে ধাক্কা খাচ্ছে, কখনো গাড়ির সামনের কাচে ধাক্কা খেয়ে মারা যাচ্ছে। নিজের গাড়িতে এভাবে নিরীহ পাখিদের মৃত্যুর বিষয়টি অনেককেই মর্মাহত করছে। খবর : হাফিংটন পোস্টের।

পুলিশের বক্তব্য, এই মুহূর্তে আমাদের কিছুই করার নেই। কিছু দিনের মধ্যেই সব ঠিক হয়ে যাবে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ বছর নির্দিষ্ট সময়ের আগে তুষার পড়েছে। আগাম তুষার পড়ার কারণে বেরি (জাম) জাতীয় এক ধরনের ফল পচে মাদকের মত দ্রব্য তৈরি হচ্ছে। তা খেয়ে এতে থাকা ইথানলের কারণে পাখিরা মাতাল হচ্ছে। তবে বেশিরভাগ পাখি এই ইথানলের প্রভাব সহ্য করতে না পেরে মারা যাচ্ছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close