রাজশাহী ব্যুরো

  ১০ সেপ্টেম্বর, ২০১৮

রাজশাহীতে বাড়ছে পদ্মার পানি বন্যার আতঙ্ক

উজান থেকে নেমে আসা ঢলে রাজশাহীর পদ্মা নদীতে হু হু করে বাড়ছে পানি। এতে আতঙ্কিত হয়ে পড়েছে রাজশাহীর বিভিন্ন চরাঞ্চলের মানুষ। পানির তোড়ে পাড় ভাঙতে বন্যার আশঙ্কা করছেন তারা। যদিও নদীর পানি গতকাল পর্যন্ত বিপৎসীমা অতিক্রম করেনি। তবে এভাবে পানি বাড়তে থাকলে পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

জেলা পাউবোর গেজ রিডার এনামুল হক জানান, প্রতিদিনই পদ্মার পানি ৪-৫ সেন্টিমিটার করে বাড়ছে। গতকাল রোববার দুপুর ১২টায় নগরীর বড়কুঠি পয়েন্টে পদ্মার পানির উচ্চতা পাওয়া গেছে ১৭ দশমিক ৯ মিটার। পদ্মার পানির বিপৎসীমা ১৮ দশমিক ৫০ মিটার। এখন প্রতিদিন পানি বাড়ছে। এভাবে বাড়তে থাকলে পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। এখনই পদ্মার বুকের জেগে ওঠা বেশিরভাগ চর তলিয়ে গেছে। এসব চরে মানুষের বসতি না থাকলেও গবাদিপশু পালন হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close