চট্টগ্রাম ব্যুরো

  ২৫ জুন, ২০১৮

উন্নয়ন কাজের সমন্বয় হলে ভোগান্তির অবসান হবে

মেয়র নাছির

চট্টগ্রামে সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহের উন্নয়ন কাজের সমন্বয় করা গেলেই নগরবাসীর ভোগান্তির অবসান ঘটবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। গতকাল রোববার করপোরেশনের কনফারেন্স হলে নগর উন্নয়ন সমন্বয় কমিটির (সিডিসিসি) ১২তম সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। মেয়র বলেন, সিডিএ, ওয়াসা, বিদ্যুৎ ও টিঅ্যান্ডটিসহ অন্যান্য সেবাদানকারী সংস্থার মধ্যে অবশ্যই সমন্বয় থাকা বাঞ্ছনীয়। এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা পরিপত্রে সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহের সঙ্গে সমন্বয় সাধনের বাধ্যবাধকতা রয়েছে বলে তিনি উল্লেখ করেন। সমন্বয়হীনতার কারনে পরিকল্পিত উন্নয়ন করা যাচ্ছে না। কোন প্রতিষ্ঠানের কি দায়িত্ব তা জানে না নগরবাসী। মেয়র বলেন, ইচ্ছা থাকলে উপায় হয়। তাই সকলকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। তাতে চট্টগ্রামের পুঞ্জিভূত সমস্যার সমাধান হবে।

তিনি বলেন, ওয়াসা, পিডিবি, টিঅ্যান্ডটিসহ বিভিন্ন সংস্থা রাস্তা খোঁড়াখুঁড়ি করে। দুর্ভোগ বাড়ে সাধারণ মানুষের। চট্টগ্রাম শহরে সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহ প্রকল্প একনেকে পাশ করানোর পর আমাদের কাছে রাস্তা কাটার অনুমতি চায়। তখন আমাদের অনুমতি না দিয়ে উপায়ও থাকে না। প্রকল্প গ্রহণের আগে সমন্বয় করলে এ সমস্যা হতো না। সিডিএ জলাবদ্ধতা নিরসনের জন্য মেগা প্রকল্প বাস্তবায়ন করছে। নালাসমূহ পরিষ্কার করার সময় সøাব উঠানো হচ্ছে।

পাহাড়ের ঝুঁকিপূর্ণ বসবাস নিয়ে সিটি মেয়র বলেন, পাহাড় কাটা রোধে পরিবেশ অধিদফতর যদি সিটি করপোরেশনের সহায়তা চায় সে ক্ষেত্রে চসিক সর্বাত্মক সহযোগিতা দেবে।

সভায় পরিবেশ অধিদফতরের পরিচালক মো. আজাদুর রহমান মল্লিক বলেন, সিডিএর অনন্যা আবাসনসহ আশপাশের মিল কারখানার বর্জ্যরে কারণে হালদা নদীর দূষণ সৃষ্টি হয়েছে।

চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, ‘প্রতিদিন ১৫ হাজার ভারী গাড়ি চট্টগ্রামে চলাচল করে। এসব গাড়ির সুনির্দিষ্ট পার্কিং ব্যবস্থা না থাকায় যানজট সৃষ্টি হয়। তাই নগরীর বাইরে বাস-ট্রাক টার্মিনাল নির্মাণ করা প্রয়োজন।

চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ বলেন, চট্টগ্রামে ওয়াসার চলমান উন্নয়ন কর্মকান্ড সম্পন্ন হলে নগরবাসীর সুপেয় পানির কোনো অভাব হবে না।

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহার সঞ্চালনায় সভায় করপোরেশনের প্রধান প্রকৌশলী লেফটেনেন্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী প্রবীর কুমার সেন, চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম, স্থানীয় সরকার মন্ত্রণালয় চট্টগ্রামের ডেপুটি ডাইরেক্টর ইয়াসমিন পারভীন তিবরিজি, চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) কুসুম দেওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist