প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২৪ জুন, ২০১৮

তুরস্কে আজ নির্বাচন

আজ রোববার তুরস্কের সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ। এদিন একসঙ্গে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনে রায় দেবেন সেদেশের ভোটাররা। এবারের নির্বাচনে নিবন্ধিত ভোটারের সংখ্যা ৫ কোটি ৬৩ লাখ ২২ হাজার ৬৩২। স্থানীয় সময় সকাল ৮টায় শুরু হয়ে ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। আইডি কার্ড বা যেকোনো শনাক্তকরণ নথি দেখিয়ে ভোট দিতে পারবেন ভোটাররা। আন্তর্জাতিক অঙ্গনে তুরস্কের প্রভাবের কারণে এ নির্বাচনে বিদেশি সাংবাদিকদের উল্লেখযোগ্য উপস্থিতি থাকবে। ৩৪ দেশের ৬০০র বেশি সাংবাদিক ভোটগ্রহণের খবর সংগ্রহ করবেন। আনাদোলু এজেন্সি ও আল জাজিরা গতকাল শনিবার এ খবর জানায়।

রিসেপ তাইয়েব এরদোয়ান এবং মুহাররেম ইনজেসহ নির্বাচনে মোট আটটি রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা করছে। প্রেসিডেন্ট প্রার্থী ছয়জন। তবে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান এবং কামাল আতাতুর্কের দল সিএইচপির প্রার্থী মুহাররেম ইনজের মধ্যে।

ছয় প্রেসিডেন্ট প্রার্থী হচ্ছেন রিসেপ তাইয়েব এরদোয়ান, মুহাররেম ইনজে, ইয়ি পার্টির মেরাল আকসেনার, কুর্দিদের সমর্থিত এইচডিপির সালাদিন দেমিরতাশ, ভাতান পার্টির ডোগু পেরিনজেক এবং সাদাত পার্টির তেমেল কারামুল্লাউলু।

পার্লামেন্ট নির্বাচনে জোটগতভাবে অংশ নিচ্ছে বড় দুই দল। এরদোয়ানের একেপির নেতৃত্বাধীন ‘জুমহুর ইত্তেফাক’ জোটে রয়েছে একে পার্টি, জাতীয়তাবাদী দল এমএইচপি এবং ইসলামিক জাতীয়তাবাদী দল বুয়ুক বির্লিক পার্টি। কামাল আতাতুর্কের দল সিএইচপির নেতৃত্বে ‘মিল্লাতে ইত্তেফাক’ জোটে সিএইচপি, ইয়ি পার্টি, ইসলামপন্থি দল সাদাত পার্টি এবং ডেমোক্রেটিক পার্টি।

জনমত জরিপে প্রেসিডেন্ট নির্বাচনে এরদোয়ানের এগিয়ে থাকার আভাস মিলেছে। তবে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারে তার দল ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (একেপি)।

নির্বাচনী ইশতেহারে তুরস্ককে দুনিয়ার শীর্ষস্থানীয় প্রতিরক্ষা সামগ্রী রফতানিকারক দেশে পরিণত করার অঙ্গীকার করেছে একেপি। শক্তিশালী পার্লামেন্ট, সরকার ও দেশ গঠনের প্রতিশ্রুতি দিয়েছে দলটি। টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন এবং বিশ্ব অর্থনীতিতে তুরস্কের অংশীদারিত্ব আরো বাড়ানোর অঙ্গীকার করেছেন এরদোয়ান।

২০১৯ সালের ৩ নভেম্বর তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের কথা ছিল। তবে গত এপ্রিলে এক বছরেরও বেশি সময় আগে আগাম নির্বাচনের ঘোষণা দেন এরদোয়ান। তার দল একেপি মূলত শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক সক্ষমতাকে সামনে রেখে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। বিপরীতে কর্মসংস্থান, শিক্ষা-কৃষি ও ব্যাংক খাতের সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছে সিএইচপি। তবে আজকের নির্বাচনে কোনো পক্ষ সংখ্যাগরিষ্ঠতা দ্বিতীয় দফায় ভোটগ্রহণের দরকার হতে পারে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist