হবিগঞ্জ প্রতিনিধি

  ১১ জানুয়ারি, ২০১৮

হবিগঞ্জে অধ্যক্ষ ও ক্যাশিয়ারের বিরুদ্ধে দুদকের মামলা

হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজের প্রাক্তন অধ্যক্ষ বিজিত কুমার ভট্টাচার্য্য ও কলেজের ক্যাশিয়ার বাবুল মিয়ার বিরুদ্ধে এক কোটি ৯১ লাখ এক হাজার ৮০৪ টাকা আত্মসাতের মামলা হয়েছে। গত মঙ্গলবার রাতে হবিগঞ্জ সদর মডেল থানায় এ মামলাটি করেন হবিগঞ্জ জেলা দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মলয় কুমার সাহা। বর্তমানে বিজিত কুমার ভট্টাচার্য্য কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।

মামলার বিবরণে জানা গেছে, ২০০৯ সালের ২ এপ্রিল থেকে ২০১৫ সালের ৫ এপ্রিল পর্যন্ত দায়িত্ব পালনকালে অধ্যক্ষ বিজিত কুমার ভট্টাচার্য্য ও ক্যাশিয়ার বাবুল মিয়া যোগসাজশে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে কলেজের শিক্ষার্থীদের বিভিন্ন খাতের ফি বাবদ আদায়কৃত এক কোটি ৯১ লাখ এক হাজার ৮০৪ টাকা কলেজের সংশ্লিষ্ট খাতে ব্যয়, ব্যাংকে জমা, ভাউচার দাখিল না করে আসামিরা আত্মসাৎ করেন। দুদক তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়ায় দুর্নীতি দমন

কমিশনের নির্দেশে এ মামলা করা হয়েছে।

এ ব্যাপারে জেলা দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মলয় কুমার সাহা বলেন, আসামিরা যোগসাজশে কলেজের টাকা আত্মসাতের অভিযোগে দুদক তদন্ত করে সত্যতা পায়। এরই পরিপ্রেক্ষিতে হবিগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি ইয়াছিনুল হক জানান, কলেজের টাকা আত্মসাতের অভিযোগ দুদক মামলাটি দায়ের করে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist