reporterঅনলাইন ডেস্ক
  ১২ এপ্রিল, ২০২১

টস জিতে পাকিস্তান ব্যাটিংয়ে

জিতলেই ওয়ানডের মতো টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত। হারলে সিরিজে ভাগ বসানোর সুযোগ পাবে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।  তখন সিরিজ জয়ে তাকিয়ে থাকতে হবে শেষ ম্যাচের দিকে।

এমন সমীকরণ সামনে রেখেই তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।  দক্ষিণ আফ্রিকার জোহানেস বার্গে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।

সিরিজের প্রথম ম্যাচে রেকর্ড ১৮৯ রানের টার্গেট তাড়া করতে নেমে জয় পেয়েছে পাকিস্তান। ওপেনিংয়ে ব্যাটিংয়ে নেমে শেষ বলের আগেই দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন ওপেনার মোহাম্মদ রিজওয়ান। ৫০ বলে নয় চার ও দুই ছক্কায় অপরাজিত ৭৪ রান করে ম্যাচ সেরার পুরস্কার জিতেন তিনি।

পাকিস্তান : মোহাম্মদ রিজওয়ান, শারজিল খান, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, হায়দার আলী, মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, হাসান আলী, শাহিন শাহ আফ্রিদি, উসমান কাদির ও মোহাম্মদ হাসনাইন।

দক্ষিণ আফ্রিকা : জার্মেইন মালান, অ্যাইডেন মার্ক ওরাম, পিট ভেন বিলজোয়েন, হোয়েন লুবি, হেনরি ক্লেসেন, আন্ডিল ফেহলুকওয়েও, জর্জি লি, বিরুয়ান হেন্ড্রিক্স, লিজাদ উইলিয়ামস, তাবরিজ শামসি ও সিসান্দা মাগালা।

পিডিএসও/ জিজাক

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পাকিস্তান,ব্যাটিং,খেলা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close