reporterঅনলাইন ডেস্ক
  ২০ জানুয়ারি, ২০২৪

২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ১৮ জন

প্রতিনিধিত্বশীল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন করে কারো মৃত্যু হয়নি। তবে এ জ্বরে আক্রান্ত হয়ে একই সময়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ১৮ জন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, নতুন যারা হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে ৫ জন ঢাকার, বাকিরা চিকিৎসা নিচ্ছেন রাজধানীর বাইরের বিভিন্ন হাসপাতালে। এ সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১৫ জন।

সব মিলিয়ে এ বছরের প্রথম ১৯ দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮০৩ জন, যাদের মধ্যে ১১ জনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, শুক্রবার সকালে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন ১৫২ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে ৫৬ জন ঢাকায় এবং ৯৬ জন রাজধানীর বাইরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

প্রসঙ্গত, গত বছর মশাবাহিত এ রোগে আক্রান্ত হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন, যাদের মধ্যে ১৭০৫ জনের মৃত্যু হয়। এত মৃত্যু ও আক্রান্ত এর আগে কোনো বছর দেখেনি বাংলাদেশ।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ডেঙ্গু
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close