reporterঅনলাইন ডেস্ক
  ১১ জানুয়ারি, ২০২৪

আজ বায়ু দূষণের শীর্ষে ঢাকা

ঢাকার বাতাস দূষিত হওয়ার অন্যতম কারণ যানবাহনের কালো ধোঁয়া

বায়ু দূষণের তালিকায় ঢাকা রয়েছে আজ প্রথম স্থানে। যার স্কোর ২৮০। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার অবস্থান প্রথম।

দূষিত শহরের তালিকায় ১১০ এর ঘরে ঢাকা প্রথমে স্থানে থাকায়; এ শহরের বাতাস বাসিন্দাদের জন্য ভয়াবহ স্বাস্থ্যঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে। আজও ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’ রয়েছে। এদিন সকাল ৭টা ৪৪ মিনিটে একিউআই স্কোরে শীর্ষ স্থানে রয়েছে মেগাসিটি ঢাকা, যা স্বাস্থ্যের জন্য ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

এ ছাড়া একিউআই ২৭৫ স্কোর নিয়ে দূষিত বাতাসের শহরের তালিকাতে দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, তৃতীয় স্থানে ভারতের কলকাতা রয়েছে যার স্কোর ২৫৬। এছাড়াও ২২৯ স্কোর নিয়ে চর্তুথ স্থানে রয়েছে পোল্যান্ডের ক্রাকো। আবার একই স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ভারতের দিল্লিও।

এদিকে নির্মল বাতাসের সবশেষ তালিকাতে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সল্টলেক সিটি, যার স্কোর ৬।

বাংলাদেশ ছয়টি ঋতুর দেশ। ঋতু ভেদে দেশের নানা প্রান্তে বায়ু দূষণ নানা রকম হয়ে থাকে। তবে বর্ষাকালে বৃষ্টির কারণে বায়ুমাণ ভালো থাকলেও শুষ্ক মৌসুমে আবার তা খারাপ হতে থাকে। তার ওপর বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব তো রয়েছেই। এছাড়া অপরিকল্পিত নগরায়নেও বাড়ছে বায়ু দূষণ।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ঢাকা,বায়ু দূষণ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close