reporterঅনলাইন ডেস্ক
  ২১ অক্টোবর, ২০২১

দেশে এলো উপহারের আরো ৫৫ লাখ টিকা

চী‌ন থে‌কে ক‌রোনাভাইরা‌সের আরো ৫৫ লাখ ডোজ সি‌নোফা‌র্মের টিকা দে‌শে এলো। বুধবার (২০ অক্টোবর) রাত ১টা ৪০ মি‌নি‌টে রাজধানীর হজরত শাহজালাল বিমানবন্দ‌রে এসে পৌঁছায় টিকাগুলো।

বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান।

গত ১২ মে প্রথমবার সিনোফার্মের তৈরি পাঁচ লাখ টিকা উপহার হিসেবে বাংলাদেশে পাঠায় চীন। এরপর দ্বিতীয় দফায় ১৩ জুন আরো ছয় লাখ উপহারের টিকা আসে। সবশেষ ১৩ আগস্ট সিনোফার্ম থেকে ১০ লাখ ডোজ টিকা উপহার হিসেবে পাঠায় চীন। এ পর্যন্ত উপহার হিসেবে ২১ লাখ ডোজ সিনোফার্মের টিকা দিয়েছে চীন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
উপহার,করোনার টিকা,সিনোফার্ম
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close