reporterঅনলাইন ডেস্ক
  ২৭ এপ্রিল, ২০২১

মুনিয়ার ফ্ল্যাটে মিলল ৬ ডায়েরি, রহস্যের গন্ধ

গুলশানের অভিজাত ফ্ল্যাট থেকে কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়ার মরদেহ উদ্ধারের পর সেই ফ্ল্যাট থেকে ছয়টি ডায়েরি পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।

ডিএমপির গুলশান বিভাগের উপ-কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী মঙ্গলবার সন্ধ্যায় এক গণমাধ্যমকে জানান, ওই তরুণীর মরদেহ উদ্ধারের পর সেখান থেকে ৬টি ডায়েরি পাওয়া যায়। এসব ডায়েরির লিখাগুলো যাচাই করা হচ্ছে।

তিনি জানান, ভবনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। উদ্ধার হওয়া ডায়েরির সঙ্গে সেগুলো যাচাই চলছে।

তিনি আরও জানান, আপাতত হ্যাংগিং মনে হলেও ময়নাতদন্তের প্রতিবেদন থেকে জানা যাবে কীভাবে তার মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : অভিজাত ফ্ল্যাটে কলেজছাত্রীর মরদেহ, বসুন্ধরার এমডির দেশত্যাগে নিষেধাজ্ঞা

সোমবার সন্ধ্যায় গুলশান-২ এর ১২০ নম্বর রোডের ওই ফ্ল্যাট থেকে মুনিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মধ্যরাতে গুলশান থানায় মামলা করেন ওই তরুণীর বোন নুসরাত জাহান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের পর মুনিয়ার মরদেহ কুমিল্লায় নিয়ে মঙ্গলবারই দাফন করেছেন স্বজনরা।

আরও পড়ুন : বৃষ্টি চেয়ে মাঠে নামাজ আদায়

মুনিয়া ঢাকার একটি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি কুমিল্লায়। তার পরিবার সেখানেই থাকে। তিনি ঢাকায় গুলশানে ওই ফ্ল্যাটে একাই থাকতেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মোসারাত জাহান মুনিয়া,ফ্ল্যাট,ডায়েরি
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close