reporterঅনলাইন ডেস্ক
  ২৭ এপ্রিল, ২০২১

বৃষ্টি চেয়ে মাঠে নামাজ আদায়

ঝিনাইদহের শৈলকুপায় পানির জন্য হাহাকার শুরু হয়ে গেছে। তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। বৈশাখের অর্ধেক মাস পেরিয়ে গেলেও নেই বৃষ্টির দেখা। বৃষ্টির না হওয়ায় ফসল মাঠে যেন আগুন লেগেছে। পানির স্তর নিচে নেমে যাওয়ায় নলকূপেও পানি উঠছে না।

গরমে এলাকাজুড়ে দেখা দিয়েছে পানির তীব্র সংকট। ঠিক এমন সময় শৈলকুপা উপজেলার উত্তর মির্জাপুর গ্রামের মাঠে বৃষ্টির জন্য রোদের মধ্যে বিশেষ নামাজ আদায় করেছেন এলাকাবাসী।

মঙ্গলবার সকাল ৮টার দিকে মির্জাপুর গ্রামের একটি মাঠে নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ শেষে বৃষ্টির জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন উত্তর মির্জাপুর জামে মসজিদের মাওলানা ইমাম মোহাম্মদ উল্যাহ।

তিনি বলেন, ‘দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় মানুষ পানির জন্য খুব বিপদে আছে। বৃষ্টি বা পানির জন্য আল্লাহ সালাতের মাধ্যমে চাইতে বলেছেন। আল্লাহর কাছে চাওয়া সুন্নাত। আর চাওয়াকে আরবিতে সালাতুল ইন্তেখারা বলা হয় অর্থাৎ পানির জন্য দোয়া করা। তাই নামাজের মাধ্যমে আমরা আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া চাইছি।’

পিডিএসও/ জিজাক

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নামাজ আদায়,বৃষ্টি,পানি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close