reporterঅনলাইন ডেস্ক
  ০৭ এপ্রিল, ২০২১

ভর্তি পরীক্ষায় পাস না করায় শিক্ষার্থীর আত্মহত্যা

মেডিকেল ভর্তি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় তনিমা রহমান নিহা (২০) নামের এক শিক্ষার্থী ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে ‘আত্মহত্যা’ করেছেন। নিহতের বাবা মিজানুর রহমান সাংবাদিকদের এ কথা জানান। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর দক্ষিণ মুগদায় ঘটনাটি ঘটে।

নিহতের বাবা বলেন, ছোটবেলা থেকেই নিহার আশা ছিল ডাক্তার হবে। এবার মেডিকেলে ভর্তি পরীক্ষা দিয়েছিল, পরে অকৃতকার্য হওয়াতে মানসিকভাবে ভেঙে পড়ে। সন্ধ্যায় বাসার সাততলায় ছাদে যায়। পরে সেখান থেকে লাফিয়ে নিচে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি সাতক্ষীরার তালা উপজেলায়। তারা বর্তমানে ওই ভবনের তিনতলায় থাকতেন।

তনিমা রহমান নিহা আইডিয়াল কলেজ থেকে গোল্ডেন এ প্লাস পেয়ে এইচএসসিতে উত্তীর্ণ হয়েছিল।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মেডিকেল ভর্তি পরীক্ষা,আত্মহত্যা,পরীক্ষায় অকৃতকার্য
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close