reporterঅনলাইন ডেস্ক
  ০৮ এপ্রিল, ২০১৯

তুমুল বৃষ্টিতে রাজধানীতে কোমরপানি

চলছে চৈত্র মাস। এরই মধ্যে দেখা দিয়েছে বৃষ্টি। সোমবার নগরীর আকাশে কয়েক ধাপে হানা দিয়েছে বৃষ্টি। আর এই বৃষ্টিতেই নগরীর বিভিন্ন এলাকায় কোমরপানি দেখা দিয়েছে। কোথাও হাঁটুপানি, আবার কোথাও কোমরপানি জমে দেখা দিয়েছে তীব্র জলাবদ্ধতা। এ কারণে কোনও যানবাহন চলাচল করতে পারছে না। তাই অফিস শেষে ঘরমুখো মানুষকে ভোগান্তি পোহাতে হয়েছে। বৃষ্টি থামার অনেক পরেও অনেক এলাকায় জলাবদ্ধতা ছিল। নগরীর বিভিন্ন এলাকায় এমন চিত্র দেখা গেছে।

খোঁজ নিয়ে দেখা গেছে, সোমবার নগরীর বিভিন্ন এলাকায় কয়েক ধাপে বৃষ্টি হয়েছে। এ বৃষ্টিতে কাজীপাড়া, শেওড়াপাড়া, শ্যামলী, রোকেয়া সরণি, মিরপুর ১০, মিরপুর ১১, কালশী, আরামবাগ, ফকিরাপুল, মতিঝিলসহ বিভিন্ন এলাকায় তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়। এসব এলাকায় হাঁটু থেকে কোমর সমান পানি জমে গেছে। পানির কারণে ওইসব সড়ক দিয়ে সন্ধ্যা নাগাদ কোনও যানবাহনই চলাচল করতে দেখা যায়নি। ফলে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে এলাকাবাসীকে।

তবে জলাবদ্ধতার জন্য ঢাকা ওয়াসাকেই দায়ী করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। সংস্থাটির মেয়র বলছেন, “মিরপুর ও কালশী এলাকার ৮-৯টি খাল দখল হয়ে গেছে। এসব খালের দায়িত্বে রয়েছে ঢাকা ওয়াসা। এর পরেও আমরা সিদ্ধান্ত নিয়েছি এই খাল উদ্ধার করতে হবে। খালগুলো নিয়ে আমাকে একটা রিপোর্ট দেওয়া হবে। সেই রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেবো।’

পিডিএসও/রি.মা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
তুমুল বৃষ্টি,রাজধানী,কোমরপানি
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close