reporterঅনলাইন ডেস্ক
  ০৪ মার্চ, ২০১৮

‘অপরাধীদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে’

অধ্যাপক জাফর ইকবালের ওপর হামলার নিন্দা জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক (ফাইল ছবি)

অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় অপরাধীদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

আনিসুল হক বলেন, কোনো শিক্ষকের ওপর হামলা শুধু নিন্দাজনক নয়, একটি ঘৃণ্য অপরাধ। তাই অপরাধীদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান আইনমন্ত্রী।

গতকাল শনিবার বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে হযরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং (ইইই) ফেস্টিভালের সমাপনী অনুষ্ঠানে অধ্যাপক জাফর ইকবালকে ছুরিকাঘাতে করে ফয়জুর রহমান ওরফে ফয়জুল নামে এক যুবক।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আইনমন্ত্রী,জাফর ইকবালের ওপর হামলা,আনিসুল হক
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist