reporterঅনলাইন ডেস্ক
  ২৩ আগস্ট, ২০১৭

‘রাজনৈতিক দল নিবন্ধন বিধি কেন অবৈধ ঘোষণা নয়’

নতুন রাজনৈতিক দলগুলোর নিবন্ধনসংক্রান্ত গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) দুটি ধারা এবং রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালার একটি বিধি কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে আইন সচিব, নির্বাচন কমিশন সচিব ও কমিশনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

বুধবার এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি এম ফারুকের বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে রিট আবেদনটি দায়ের করেন সাবেক মন্ত্রী ও তৃণমূল বিএনপির চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা। রিটের পক্ষে তিনি নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করিম।

গণপ্রতিনিধিত্ব আদেশের ৯০ বি ১২ (৩) (এ) এবং বিধিমালার ৬ (ঞ) ধারা অনুযায়ী, দলের নিবন্ধন পেতে হলে এক তৃতীয়াংশ প্রশাসনিক জেলায় কমিটি, ১০০ উপজেলায় দফতর, এক থানায় ২শ’ ভোটার সদস্যের প্রমাণ থাকতে হবে বলে যে শর্ত দেওয়া হয়েছে এর পরিবর্তন জরুরি উল্লেখ করে আবেদনে ব্যারিস্টার নাজমুল হুদা বলেন, ‘যে কোনও দলের ক্ষেত্রে আগে দরকার নিবন্ধন, পরে এ শর্তগুলো পূরণ করা হবে। আবার অনেক দল বাধ্য হয়ে এসব শর্ত পূরণে প্রতারণার আশ্রয় নেবে। এজন্য এসব শর্ত তুলে দেওয়া দরকার।’

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রাজনৈতিক,দল,বিধি,অবৈধ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist