reporterঅনলাইন ডেস্ক
  ১১ নভেম্বর, ২০১৯

দুর্নীতির মামলা

লতিফ সিদ্দিকীর জামিন স্থগিত

সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী

দুর্নীতির মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে দেওয়া হাইকোর্টের জামিন আদেশ আপিল বিভাগে স্থগিত হয়ে গেছে। দুদকের করা এক আবেদনের ওপর শুনানি করে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার বিচারকের আপিল বেঞ্চ সোমবার ওই জামিন আদেশ ১৭ নভেম্বর পর্যন্ত স্থগিত করে দেয়।

এই এক সপ্তাহের মধ্যে দুদককে ওই জামিন আদেশের বিরুদ্ধে নিয়মিত লিভ টু আপিল করতে বলেছে সর্বোচ্চ আদালত। আপিল বিভাগে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। আর লতিফ সিদ্দিকীর পক্ষে ছিলেন আইনজীবী মনসুরুল হক চৌধুরী।

বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ গত ১১ নভেম্বর লতিফ সিদ্দিকীকে ছয় মাসের জামিন দেয়। ওই আদেশের বিরুদ্ধেই আপিল বিভাগে এসেছে দুদক।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জামিন স্থগিত,লতিফ সিদ্দিকী,দুর্নীতির মামলা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close