reporterঅনলাইন ডেস্ক
  ০৩ জুন, ২০১৮

গিয়াস কাদের চৌধুরীর আগাম জামিন

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি ও বিস্ফোরক দ্রব্য আইনের পৃথক দুই মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে তিন সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

রোববার তিনি আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর বেঞ্চ তা মঞ্জুর করেন। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল; রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারে ড. মো. বশির উল্লাহ।

পরে আইনজীবী কাজল সাংবাদিকদের বলেন, ফটিকছড়িতে বিস্ফোরক আইনের এক মামলা ও প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে করা এক মামলায় গত বৃহস্পতিবার গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আ স ম শহীদুল্লাহ কায়সার। এ দুই মামলায় গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে তিন সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। তিন সপ্তাহের পর তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে হবে।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি ও উসকানিমূলক বক্তব্য দেওয়া এবং তা গণমাধ্যমে প্রকাশ করার অভিযোগে ফাঁসির দণ্ড কার্যকর হওয়া মানবতাবিরোধী অপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর ভাই গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মামলা করেন ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী। এ মামলা আমলে নিয়ে গত বৃহস্পতিবার গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন চট্টগ্রামের আদালত।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গিয়াস উদ্দিন কাদের চৌধুরী,জামিন,মামলা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist