reporterঅনলাইন ডেস্ক
  ০৩ এপ্রিল, ২০১৮

হেরোইন মামলায় ৩ জনের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুটি হেরোইন মামলায় তিনজনকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো একমাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়। মঙ্গলবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. জিয়াউর রহমান আসামিদের উপস্থিতিতে এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর থানার শাজাহানপুর ইউনিয়নের রাজাপাড়া গ্রামের শামসুদ্দিন ও একই ইউনিয়নের চরহরিশপুর গ্রামের রহিম। অপরজন হলেন চরবাগডাঙ্গা ইউনিয়নের বাথানপাড়া গ্রামের বিশু আলী।

সরকারি পক্ষের আইনজীবী আঞ্জুমান আরো জানান, ২০১৬ সালের ৯ মার্চ রাত ১০টার দিকে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে একটি ওষুধের দোকান থেকে শামসুদ্দিনের কাছ থেকে ৪০০ গ্রাম ও রহিমের কাছ থেকে ৪০০ গ্রাম হেরোইনসহ আটক করে। এ ঘটনায় পরদিন সদর মডেল থানায় একটি মামলা করে র‌্যাব।

অপরদিকে, ২০১৬ সালের ৬ ফেব্রুয়ারি সন্ধ্যা সাতটার দিকে সদর উপজেলার শাজাহানপুর ইউনিয়নের নরেন্দ্রপুর গ্রামের একটি বাঁশবাগান থেকে ৫০০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয় বিশুকে। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট ইয়াসমিন সুলতানা রুমা ও আব্দুল ওয়াদুদ।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চাঁপাইনবাবগঞ্জ,হেরোইন মামলা,যাবজ্জীবন কারাদণ্ড
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist