reporterঅনলাইন ডেস্ক
  ১৫ এপ্রিল, ২০২৪

ইরানের প্রেসিডেন্ট কেন পাকিস্তানে যাচ্ছেন

ছবি : সংগৃহীত

আগামী ২২ এপ্রিল ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি পাকিস্তান সফরে যাচ্ছেন। প্রেসিডেন্ট রাইসির সঙ্গে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল থাকবে।

জিও নিউজের খবরে বলা হয়, ইসলামাবাদ ও তেহরান প্রেসিডেন্ট রাইসির এ সফরের ব্যাপারে একমত হয়েছে।

সফরে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি ও সামরিক নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করবেন।

সম্প্রতি দামেস্কের ইরানি কনস্যুলেটে ইসরাইলি বিমান হামলায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) জ্যেষ্ঠ কমান্ডার মোহাম্মদ রেজা জাহেদি ও মোহাম্মদ হাদি হাজি রাহিমিসহ বেশ কয়েকজন নিহত হওয়ার প্রতিশোধে তেহরান ইসরাইলে তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর তিনি এ সফর করতে যাচ্ছেন।

দুই দেশের সহযোগিতা আরও বাড়ানোর অংশ হিসেবে এ সফর করতে যাচ্ছেন বলে জানা গেছে। সূত্রের বরাত দিয়ে জিও নিউজ জানায়, প্রেসিডেন্ট রাইসির আলোচ্যসূচির মধ্যে রয়েছে দ্বিপক্ষীয় সম্পর্ক, নিরাপত্তা সহযোগিতা, গ্যাস পাইপলাইন এবং সম্ভাব্য মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ)।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ইরানের প্রেসিডেন্ট
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close