reporterঅনলাইন ডেস্ক
  ০৬ ডিসেম্বর, ২০১৮

হুয়াওয়ের শীর্ষ কর্মকর্তা কানাডায় গ্রেফতার

বিশ্বের বিখ্যাত টেলিকম কোম্পানি হুয়াওয়ের একজন শীর্ষ কর্মকর্তাকে গ্রেফতার করেছে কানাডা। গ্রেফতার হওয়া ব্যক্তির নাম মেং ওয়াংজু; যিনি প্রতিষ্ঠানটির প্রধান অর্থ কর্মকর্তা ও ডেপুটি-চেয়ার। তাছাড়া তিনি হুয়াওয়ের প্রতিষ্ঠাতা রেন জেংফেই এর মেয়ে।

এই গ্রেফতারের ঘটনা এমন সময়ে ঘটল যখন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য যুদ্ধ নিয়ে টানাপোড়েন চলছে। তবে হয়াওয়ে জানিয়েছে, মেং এর কোনো অন্যায়ের বিষয়ে তাদের জানা নেই।

এক বিবৃতিতে কানাডা জানিয়েছে, গত ১ ডিসেম্বর তাকে গ্রেফতার করা হয়েছে। কানাডার বিচার মন্ত্রী জানান, ‍হুয়াওয়ের ডেপুটি প্রধান মেং কে গ্রেফতার করা হয়েছে। যুক্তরাষ্ট্র তাকে হস্তান্তরের দাবি করেছে। তার জামিন শুনানি শুক্রবার অনুষ্ঠিত হবে।

গ্রেফতারের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে ইরানের উপর অবরোধের শর্ত লঙ্ঘনের অভিযোগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে তদন্ত করছে যুক্তরাষ্ট্র। কানাডায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে মেং এর মুক্তি দাবি করা হয়েছে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
হুয়াওয়ে,প্রধান নির্বাহী,কানাডা,গ্রেফতার
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close