reporterঅনলাইন ডেস্ক
  ০১ নভেম্বর, ২০১৮

সিরিয়ার এক গণকবরে দেড় হাজারের বেশি লাশ

সিরিয়ার রাকা প্রদেশে নতুন আবিষ্কৃত গণকবরে দেড় হাজারেরও বেশি বেসামরিক লোকের লাশের সন্ধান পাওয়া গেছে। রাজধানী দামেস্ক থেকে ৪৫৫ কিলোমিটার দূরের পানোরামা জেলায় গণকবরটির সন্ধান পাওয়া যায়।

হাসপাতাল সূত্রের বরাতে জানা গেছে, এসব লাশ বেসামরিক নাগরিকের যারা রাকায় মার্কিন নেতৃত্বাধীন বিমান হামলায় নিহত হয়েছে। রাকার বিভিন্ন গণকবর থেকে ৪ হাজার বেসামরিক লোকের লাশ উদ্ধার করা হয়েছে। প্রতিদিনই নতুন লাশ পাওয়া যাচ্ছে।

রাকা ২০১৭ সালে ইসলামী জঙ্গি সংগঠন আইএসের কার্যত রাজধানী ছিল। রাকা দখলে নিতে মার্কিন নেতৃত্বাধীন বাহিনী কুর্দি সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ)-কে সহায়তা করে।

এদিকে জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার দূত বাশার আল-জা’আফারি গত ২৬ অক্টোবর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত সংস্থাটির নিরাপত্তা পরিষদের সভায় বলেন, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট সিরিয়ায় সন্ত্রাসী গ্রুপ ছাড়া যেকোনও কিছুকে টার্গেট করছে। এতে আমরা অবাক হয়েছি।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সিরিয়া,গণকবর,লাশ উদ্ধার
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close