reporterঅনলাইন ডেস্ক
  ১৯ জুলাই, ২০২১

প্রায় এক হাজার শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত

প্রায় এক হাজার শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত হয়েছেন। স্কুলের ৭৩২ জন ও কলেজের ২৬৩ জনসহ মোট ৯৯৫ জন শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত হয়েছেন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এমপিও কমিটির সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার এমপিওভুক্তির কমিটির ভার্চুয়াল সভায় এসব শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্তির সিদ্ধান্ত চূড়ান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মো. গোলাম ফারুক।

সভায় অংশ নেওয়া একজন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, এমপিওভুক্ত হয়েছেন স্কুলের ৭৩২ জন শিক্ষক-কর্মচারী। এর মধ্যে বরিশাল অঞ্চলের ৩৯ জন, চট্টগ্রাম অঞ্চলের ১০৭, কুমিল্লা অঞ্চলের ৬২, ঢাকা অঞ্চলের ১০১, খুলনা অঞ্চলের ১০৩, ময়মনসিংহ অঞ্চলের ১২০, রাজশাহী অঞ্চলের ১৫৬, রংপুর অঞ্চলের ২৫ ও সিলেট অঞ্চলের ১৮ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।

কলেজে এমপিওভুক্ত হয়েছেন ২৬৩ জন শিক্ষক-কর্মচারী। এদের মধ্যে বরিশাল অঞ্চলের ১৭ জন, চট্টগ্রাম অঞ্চলের ১৮, কুমিল্লার ৯, ঢাকার ৩৩, খুলনার ৪১, ময়মনসিংহ অঞ্চলের ৩০, রাজশাহীর ৪৫, রংপুরের ৬৩ ও সিলেট অঞ্চলের ১৮ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। গত কয়েক মাসে বিধানমতো নিয়োগ পেয়ে এসব শিক্ষক-কর্মচারী এমপিওভুক্তির জন্য অনলাইনে আবেদন করেছিলেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এমপিওভুক্ত,শিক্ষক-কর্মচারী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close